Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ১৯, ২০২৪

বোর্ডের কেন্দ্রীয় চুক্তি তালিকায় সরফরাজ ও ধ্রুব, ব্রাত্যই থেকে গেলেন শ্রেয়স

আরম্ভ ওয়েব ডেস্ক
বোর্ডের কেন্দ্রীয় চুক্তি তালিকায় সরফরাজ ও ধ্রুব, ব্রাত্যই থেকে গেলেন শ্রেয়স

‌২৮ ফেব্রুয়ারি ক্রিকেটারদের বার্ষিক চুক্তি তালিকা প্রকাশ করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তালিকায় জায়গা হয়নি সরফরাজ খান এবং ধ্রুব জুরেলের। বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছিল, এবছর সেপ্টেম্বরের মধ্যে দুই ক্রিকেটার তিনটি টেস্ট খেললে চুক্তির তালিকায় আসবেন। শর্তপূরণ করায় বোর্ডের বার্ষিক চুক্তির আওতায় এলেন সরফরাজ খান ও ধ্রুব জুরেল। শ্রেয়স আয়ার অবশ্য ব্রাত্যই থেকে গেলেন।

কেন্দ্রীয় চুক্তিতে আসার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের বেশ কয়েকটা নিয়ম রয়েছে। ক্রিকেটারদের যে শর্তগুলি পূরণ করতে হয়, তার মধ্যে অন্যতম হল, অন্তত তিনটি টেস্ট খেলতে হবে। বোর্ড যখন চুক্তি তালিকা প্রকাশ করেছিল, তখন দুটি করে টেস্ট খেলেছিলেন সরফরাজ খান ও ধ্রুব জুরেল। নিয়মের জন্যই বোর্ড এই দুই ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তি তালিকায় রাখতে পারেনি। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ টেস্টে মাঠে নেমে শর্ত পূরণ করে অবশেষে কেন্দ্রীয় চুক্তিতে গ্রেড সি-তে জায়গা পেলেন সরফরাজ খান ও ধ্রুব জুরেল। বছরে ১ কোটি টাকা করে পাবেন এই দুই ক্রিকেটার।

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে অভিষেক হয় সরফরাজ খানের। দুই ইনিংসে অর্ধশতরান করেন। একই টেস্টে অভিষেক হয় ধ্রুব জুরেলেরও। প্রথম ইনিংসে ৪৬ রান। দ্বিতীয় টেস্টে করেন ৯০ ও ৩৯ রান। অভিষেক সিরিজে দারুণ পারফরম্যান্স করে দুই ক্রিকেটারই বোর্ডের চুক্তির তালিকায় নাম তুলে ফেললেন।

অন্যদিকে, বোর্ডের নির্দেশ অমান্য করে ঘরোয়া ক্রিকেট না খেলায় শ্রেয়স আয়ারকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিয়েছিল বিসিসিআই। যদিও পরে মুম্বইয়ের হয়ে রনজি ফাইনাল খেলেন। একগুচ্ছ শর্ত দিয়ে শ্রেয়সকে আইপিএল খেলার অনুমতি দিয়েছে বোর্ড।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!