Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুলাই ১৬, ২০২৪

অলিম্পিকে সহজ গ্রুপে ভারতের সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি

আরম্ভ ওয়েব ডেস্ক
অলিম্পিকে সহজ গ্রুপে ভারতের সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি

পরপর দুটি অলিম্পিক থেকে ব্যাডমিন্টনে দেশকে পদক এনে দিয়েছিলেন শাটলার পিভি সিন্ধু। এবছরও পদকের লক্ষ্যে জার্মানির এক ছোট্ট শহরে নিভৃতিতে প্রস্তুতি সারছেন। সিন্ধু ছাড়াও এবারের অলিম্পিকে ব্যাডমিন্টনে আরও একটা পদকের সম্ভাবনা রয়েছে। ডাবলসে পদক জিততে পারে সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি। অলিম্পিকে এই ভারতীয় জুটি সহজ ড্র পেয়েছে।
৯ জুলাই পর্যন্ত র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে বিশ্বের ৩ নম্বর জুটি প্যারিস অলিম্পিকে তৃতীয় বাছাইয়ের মর্যাদা পেছেছে। সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি সি–তে রয়েছে। একই গ্রুপে রয়েছে ইন্দোনেশিয়ার বর্তমান অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন ফাজার আলফিয়ান ও মুহাম্মদ রিয়ান আরদিয়ান্তো জুটি। যারা এই মুহূর্তে বিশ্বের ৬ নম্বর জুটি। এছাড়াও রয়েছে বিশ্বের ৩১ নম্বর জার্মানির মার্ক ল্যামসফুস ও মারভিন সেইডেল এবং বিশ্বের ৪৬ নম্বর জুটি ফ্রান্সের রোনান লাবার ও লুকাস কর্ভি।
এশিয়ান গোমসে সোনাজয়ী সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটির ইন্দোনেশিয়ায় ফাজার আলফিয়ান ও মুহাম্মদ রিয়ান জুটির বিরুদ্ধে পরিসংখ্যানে এগিয়ে রয়েছে। ৫ বারের সাক্ষাৎকারে ৩ বার জিতেছে ভারতীয় জুটি। ২ বার জিতেছে ইন্দোনেশিয়ার জুটি। শেষ তিনটি সাক্ষাৎকরারেই জিতেছেন সাত্ত্বিকরা। জার্মান জুটির বিরুদ্ধে একবার খেলে একবারই জয়। আর ফ্রান্সের জুটির বিরুদ্ধে দুটি ম্যাচ খেলেছেন সাত্ত্বিকরা। দুটিতেই জয়।
সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি চলতি বছরে দুর্দান্ত ফর্মে রয়েছে। মালয়েশিয়া ওপেন, ইন্ডিয়া ওপেন, ফ্রেঞ্চ ওপেন এবং থাইল্যান্ড ওপেন, মোট চারটি প্রতিযোগিতার ফাইনালে উঠেছিল এই ভারতীয় জুটি। এরমধ্যে ফ্রেঞ্চ ওপেন এবং থাইল্যান্ড ওপেনে চ্যাম্পিয়ন হয়েছে। ২০২৪ সালে ২৩ ম্যাচে জিতেছে সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি। হেরেছি ৬টি ম্যাচে। ব্যাডমিন্টনে গত তিনটি অলিম্পিকে পদক এসেছে ভারতের ঘরে। ২০১২ সালে সাইনা নেহাল লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন। পিভি সিন্ধু ২০১৬ রিও অলিম্পিক ও ২০২০ টোকিও অলিম্পিক থেকে যথাক্রমে রুপো ও ব্রোঞ্জ জিতেছিলেন। এবারও ব্যাডমিন্টনে পদক আসার সম্ভাবনা প্রবল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!