Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ১৩, ২০২৫

বাবার মৃত্যুর পর কোর্টে নেমেই জয়, চিরাগকে সঙ্গে নিয়ে অল ইংল্যান্ডের দ্বিতীয় রাউন্ডে সাত্ত্বিক

আরম্ভ ওয়েব ডেস্ক
বাবার মৃত্যুর পর কোর্টে নেমেই জয়, চিরাগকে সঙ্গে নিয়ে অল ইংল্যান্ডের দ্বিতীয় রাউন্ডে সাত্ত্বিক

হ্যামস্ট্রিংয়ে চোট সারিয়ে অল ইংল্যান্ড ব্যাডমিন্টনে খেলতে প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেছেন পিভি সিন্ধু। ভারতের মান বাঁচানোর দায়িত্ব এখন সাত্ত্বিক সাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটির হাতে। প্রথম রাউন্ডে দারুণ জয় তুলে নিয়েছে এই ভারতীয় জুটি। চিত্তাকর্ষক লড়াইয়ে জিতে ডাবলসের দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেছেন সাত্ত্বিক–চিরাগ।
পুরুষদের ডাবলসের প্রথম রাউন্ডে ডেনমার্কের ড্যানিয়েল লুন্ডগার্ড এবং ম্যাডস ভেস্টারগার্ডের মুখোমুখি হয়েছিল সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি। ড্যানিশ জুটির বিরুদ্ধে সহজেই জয় তুলে নিয়েছে ভারতীয় জুটি। মাত্র ৪০ মিনিটের মধ্যেই ২১–১৭, ২১–১৫ ব্যবধানে জয় নিশ্চিত করেন সাত্ত্বিকরা। সপ্তম বাছাই এই ভারতীয় জুটি দ্বিতীয় রাউন্ডে চীনের হাও নান শি এবং ওয়েই হান জেং–এর মুখোমুখি হবে।
ফেব্রুয়ারিতে বাবাকে হারিয়েছেন সাত্ত্বিক সাইরাজ রানকিরেড্ডি। বাবার মৃত্যুর পর এই প্রথম কোর্টে নেমেছিলেন সাত্ত্বিক। অল ইংল্যান্ড ব্যাডমিন্টনে প্রথম রাউন্ড জিতে বাবাকে জয় উৎসর্গ করেন তিনি। জয়ের পর সাত্ত্বিক আকাশের দিকে আঙুল তুলে দৃষ্টি স্থির রেখেছিলেন। সম্ভবত জয়টি তাঁর বাবাকে উৎসর্গ করছে। তিনি বলেন, ‘‌এটা আমর কাছে কঠিনসময়। কিন্তু জীবনটা এমনই। এটা প্রত্যাশিত ছিল না।’‌
চ্যালেঞ্জিং সময়ে পাশে থাকার জন্য চিরাগ শেট্টির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সাত্ত্বিক। তিনি বলেন, ‘‌কঠিন সময়ে চিরাগ আমার নিজের শহরে এসেছিল। আমরা সেখানে অনুশীলন করেছিলাম। এর জন্য আমি কৃতজ্ঞ। ওর বাবা–মা–ও এসেছিলেন এবং আমাদের কোচও আমার নিজের শহরে এসেছিলেন।’‌ গত দুই সপ্তাহের ঘটনার আকস্মিক পরিবর্তনের কথা স্মরণ করে চিরাগ বলেন, ‘‌সাত্ত্বিককে কৃতিত্ব দেওয়া উচিত, সে কীসের মধ্য দিয়ে গেছে এবং কীভাবে সে ফিরে এসে এখানে খেলার সিদ্ধান্ত নিয়েছে, এককথায় অবিশ্বাস্য। ওকে ধন্যবাদ। এই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে দুর্দান্ত খেলেছে।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!