- মা | ঠে-ম | য় | দা | নে
- মে ২০, ২০২৪
থাইল্যান্ড ওপেন সুপার ৫০০ ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন সাত্ত্বিকসাইরাজ–চিরাগ জুটি

প্যারিস অলিম্পিকের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিলেন ভারতের দুই ব্যাডমিন্টন তারকা সাত্ত্বিকসাইরাজ রানকি রেড্ডি ও চিরাগ শেট্টি। থাইল্যান্ড ওপেন সুপার ৫০০ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে এই ভারতীয় জুটি। ফাইনালে হারিয়েছে চীনের চেন বো ইয়াং এবং লিউ ইয়ে জুটিকে। ম্যাচের ফল ২১–১৫, ২১–১৫।
বিশ্বের তিন নম্বর জুটি সাত্ত্বিক এবং চিরাগের কাছে পুরুষদের ডাবলসে এটা নবম বিডব্লিউএফ শিরোপা। মার্চ মাসে ফ্রেঞ্চ ওপেন সুপার ৭৫০ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর সাত্ত্বিক–চিরাগের কাছে এটা দ্বিতীয় খেতাব। এশিয়ান গেমসে সোনাজয়ীরা মালয়েশিয়া সুপার ১০০০ এবং ইন্ডিয়া সুপার ৭৫-এ রানার্স হয়েছিলেন। শেষ করেছিল।
সাত্ত্বিকসাইরাজ এবং চিরাগ ফেবারিট হিসেবেই থাইল্যান্ড ওপেনে খেলতে নেমেছিলেন। একটা গেমও না হারিয়ে ফাইনালে উঠে এসেছিল এই ভারতীয় জুটি। ফাইনালে বিশ্বের ২৯ নম্বর জুটি লিউ এবং চেন অবশ্য প্রথম গেমে একসময় চাপে ফেলে দিয়েছিল সাত্ত্বিক ও চিরাগকে। প্রথম গেমের শুরুতেই ৫–১ ব্যবধানে এগিয়ে যান সাত্ত্বিক ও চিরাগ। এরপর দারুণভাবে ম্যাচে ফিরে এসে ৭–৭ করে ফেলে চীনা জুটি। একসময় স্কোর ছিল ১০–১০। এরপর ১৬–১২ ব্যবধানে এগিয়ে যান সাত্ত্বিকরা। সেখান থেকে ২১–১৫ ব্যবধানে প্রথম গেম জিতে নেন। দ্বিতীয় গেমেরও মাঝামাঝি পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। একসময় ১৭–১৫ পয়েন্টে এগিয়ে যায় সাত্ত্বিক–চিরাগ জুটি। পরপর ৪ পয়েন্ট তুলে নিয়ে ২১–১৫ ব্যবধানে গেম জিতে নেয়।
থাইল্যান্ড ওপেনে চ্যাম্পিয়ন হওয়ার পর সাত্ত্বিকসাইরাজ বলেন, ‘আমাদের জন্য এটা সৌভাগ্যের টুর্নামেন্ট। এখান থেকেই আমাদের জয়ের সূচনা হয়েছিল। ২০১৯ সালে প্রথম চ্যাম্পিয়ন হয়েছিলাম। তারপর আমরা অনেক টুর্নামেন্ট জিতেছি। আশা করছি, এই জয় আমাদের আরও উৎসাহ দেবে। প্যারিস অলিম্পিকে অনুপ্রেরণা পাব।’
❤ Support Us