Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • মার্চ ৩, ২০২৩

সুভাষের কটকে ব্রাত্য সত্যজিৎ! গেরুয়া কোপে ভারত রত্ন। প্রতিবাদে সরব পড়ুয়ারা

আরম্ভ ওয়েব ডেস্ক
সুভাষের কটকে ব্রাত্য সত্যজিৎ! গেরুয়া কোপে ভারত রত্ন। প্রতিবাদে সরব পড়ুয়ারা

চলচ্চিত্র উৎসবে সত্যজিতের পথের পাঁচালী প্রদর্শন আটকে দিল কটকের র‍্যাভেনশ বিশ্বভিবিদ্যালয়। কর্তৃপক্ষের দাবি, ছবিটিতে দারিদ্রকে মহিমান্বিত করা হয়েছে। এছাড়াও এবিভিপি ঘনিষ্ঠ একদল পড়ুয়ার দাবি, ছবিটির ইংরাজী বানানে  যাজ্ঞসেনী দ্রৌপদীকে অসম্মান করা হয়েছে। সেই কারণে, তিন দিনের উৎসব শুরুর আগেই প্রেক্ষাগৃহ থেকে  বের করে দেওয়া হল অনুষ্ঠানের উদ্যোক্তাদের।

ফিল্ম সোসাইটির সভাপতি শুভা নায়েক জানিয়েছেন, সত্যজিতের একগুচ্ছ ছবি যেমন- ‘পথের পাঁচালী,অপরাজিত’, ‘অপুর সংসার’ চারুলতা, কাপুরুষ, গণশত্রু,শতরঞ্জ কি খিলাড়ি এবং আরো কিছু সমসাময়িক তথ্যচিত্র ও কাহিনি চিত্র নিয়ে চলচ্চিত্র উৎসবের পরিকল্পনা করেছিলেন তাঁরা। যার মধ্যে ছিল সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়া হাদ আনহাদ ও গে ইণ্ডিয়া ম্যাট্রিমনি। প্রথমটিতে রামকে নিয়ে কবীরের ভাবনা ও দ্বিতীয়টিতে সমকামী-রূপান্তরকামী সম্পর্কের কথা রয়েছে।  দুটি ছবির বিষয়বস্তু নিয়ে  আপত্তি জানায় বিশ্ববিদ্যালয়ের এবিভিপি ছাত্র সংগঠনের সদস্যরা।  পরে শুভা ঠিক করেন, বিতর্কিত দুটি ছবি ছাড়াই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে। কিন্তু শুক্রবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়য়ে প্রেক্ষাগৃহে চলচ্চিত্র উৎসব শুরু করতে গেলে, নিরাপত্তা কর্মীরা কর্তৃপক্ষের নির্দেশের কথা জানিয়ে  উদ্যোক্তাদের বার করে দেন ও  দরজায় তালা ঝুলিয়ে দেন। পরে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে দেখা করলে তিনি জানান, সামাজিক অশান্তির কারণে বন্ধ রাখা হচ্ছে উৎসব। ছাত্রছাত্রীরাও শিক্ষা প্রতিষ্ঠানের  মুক্ত চিন্তা চেতনার আবহ বজায় রাখতে প্রতিবাদে সামিল হয়েছেন।

শুধু পথের পাঁচালী নিয়ে নয়, কর্তৃপক্ষের আপত্তি ‘চারুলতা’ ছবি নিয়েও । কারণ, তাতে পরিবারের মধ্যে অবৈধ প্রণয় ঘটিত সম্পর্কর ইঙ্গিত রয়েছে। তাই সে ছবিও প্রদর্শনযোগ্য নয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের একটি অংশের মতে, পুরো ব্যাপারটিতে আরএসএসএসের ছাত্র সংগঠন এবিভিপির মদত রয়েছে। তাদের উস্কানিতেই বিশ্ববরেণ্য পরিচালকের ছবি প্রদর্শনে আপত্তি জানাচ্ছে কর্তৃপক্ষ। গেরুয়া শিবিরের কাছে সত্যজিৎ, রবীন্দ্রনাথ প্রমুখ মুক্তচিন্তার দিকপালরা বরাবরই চক্ষুশূল।সেই ভাবনার প্রতিফলন দেখতে পাওয়া গেল সুভাষের কটকে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!