- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ২৩, ২০২৪
মহিলাদের প্রিমিয়ার লিগের সূচনায় আজ সৌরভ–ঝুলনের মস্তিস্কের লড়াই
আজ থেকে শুরু হচ্ছে মহিলা প্রিমিয়ার লিগ। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। হাইভোল্টেজ এই ম্যাচে দুই বাঙালির মস্তিস্কেরও লড়াই। দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট ডিরেক্টরের দায়িত্বে রয়েছেন সৌরভ গাঙ্গুলি, অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর ঝুলন গোস্বামী। এই দুই ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্কের লড়াই জমে উঠবে, বলা যেতেই পারে।
বাইশ গজেও দুই দলের হয়ে মাঠে নামবেন দুই বাঙালি। দিল্লির হয়ে খেলবেন জোরে বোলার তিতাস সাধু, অন্যদিকে মুম্বইয়ের হয়ে মাঠে নামবেন স্পিনার সাইকা ইশাক। চার বাঙালির লড়াই নিশ্চিতভাবে অন্য মাত্রা এনে দেবে মহিলাদের প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচ। বৃহস্পতিবার বেঙ্গালুরুতে দিল্লি অধিনায়ক মেঘ ল্যানিংয়ের সঙ্গে দীর্ঘক্ষণ আলাদা করে কথা বলেছেন সৌরভ গাঙ্গুলি।
খেতাব ধরে রাখার লক্ষ্য নিয়ে অভিযান শুরু করছে গত বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। অধিনায়ক হরমনপ্রীত কাউরের সঙ্গে অ্যামিলিয়া কের, হেইলি ম্যাথিউস, পূজা বস্ত্রকার, সাইকা ইশাকরাও রয়েছেন। গতবছর ১৬ উইকেট তুলে নিয়ে বেগুনি ক্যাপ দখল করেছিলেন হেইলি ম্যাথিউজ। এবছরও দায়িত্ব নেওয়ার জন্য তৈরি ম্যাথিউজ।
গতবছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অস্ট্রেলিয়ার মেঘ ল্যানিং। গতবছর প্রতিযোগিতায় সবথেকে বেশি রান করে অরেঞ্জ ক্যাপ জিতেছিলেন। এবছরও দিল্লি ক্যাপিটালসের বড় ভরসা অধিনায়ক মেগ ল্যানিং। এছাড়াও রয়েছেন শেফালি ভার্মা, জেমাইমা রডরিগেজ, তিতাস সাধুর মতো ভারতীয় ক্রিকেটাররা। শিখা পান্ডে, তানিয়া ভাটিয়ারাও দিল্লির বড় ভরসা।
❤ Support Us