- মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ২৭, ২০২৩
দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর অবশেষে গ্র্যান্ডমাস্টার হলেন বাংলার সায়ন্তন দাস

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। দীর্ঘদিন অপেক্ষা করার পর গ্র্যান্ড মাস্টার হলেন সায়ন্তন দাস গ্র্যান্ড মাস্টার হওয়ার জন্য তার প্রয়োজন ছিল ২৫০০ এলো রেটিংয়ে পৌঁছানো। দীর্ঘদিন অপেক্ষা করার পর ফ্রান্সের কানে আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে তিনি কাঙ্খিত ২৫০০ এলো রেটিংয়ে পৌঁছন। সায়ন্তন হলেন বাংলার একাদশতম গ্র্যান্ড মাস্টার।
ফ্রান্সের কানে আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় কলকাতার আলেখিন চেস ক্লাবের সায়ন্তন চ্যাম্পিয়ন হয়েছেন। ৯ রাউন্ডের এই প্রতিযোগিতায় তিনি ৭.৫ পয়েন্ট সংগ্রহ করেছেন। গ্র্যান্ড মাস্টার হওয়ার জন্য সায়ন্তনের প্রয়োজন ছিল ২৫০০ এলো রেটিং পয়েন্ট স্পর্শ করা। এই প্রতিযোগিতায় খেলতে নামার আগে ২৫০০ এলো রেটিং থেকে ২৪ পয়েন্ট দূরে ছিলেন সায়ন্তন। ফ্রান্সের এই প্রতিযোগিতা থেকে ২৮ এলো রেটিং সংগ্রহ করেন। চতুর্থ নর্ম পাওয়ার সাথে সাথে ভারতের ৮১ নম্বর গ্র্যান্ড মাস্টার হলেন সায়ন্তন।
গ্র্যান্ড মাস্টার হওয়ার জন্য প্রয়োজনীয় তিনটি নর্ম অনেক আগেই পেয়ে গিয়েছিলেন। প্রয়োজন না থাকলেও তারপর আরও একটি জি এম নর্ম পান। এই প্রতিযোগিতাতেও আরও একটি অতিরিক্ত জি এম নর্ম পেলেন। ২০১৭ সলে চেক ওপেনে তৃতীয় জি এম নর্ম পেয়েছিলেন সায়ন্তন। শেষ পর্যন্ত গ্র্যান্ড মাস্টার হতে তার পাঁচ বছর লেগে গেল।
আলেখিন চেস ক্লাবের আর এক শিক্ষার্থী নীলাশ সাহা হাঙ্গেরির বুদাপেস্টে আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন। ৯ রাউন্ডে ৭ পয়েন্ট পেয়ে। চ্যাম্পিয়ন হওয়ার সঙ্গে নীলাশ পেয়েছেন প্রথম গ্র্যান্ড মাস্টার নর্ম।
❤ Support Us