- এই মুহূর্তে দে । শ
- মে ১৮, ২০২৩
জ্ঞানব্যাপী মামলায় এলাহাবাদ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে পাল্টা আবেদন। শুনানি শুক্রবার

বিতর্কিত জ্ঞানবাপী মামলা এবার সুপ্রিম কোর্টে। এলাহাবাদ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মসজিদ কমিটির আবেদন শুনবে দেশের সর্বোচ্চ আদালত। শুনানি শুক্রবার। জ্ঞানব্যাপীতে প্রাপ্ত প্রস্তরখণ্ডর বৈজ্ঞানিক পরীক্ষার প্রয়োজনীয়তা আছে কিনা তা খতিয়ে দেখবে দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় , পি এস নরসিমহার ডিভিশন বেঞ্চ। তাঁদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে জ্ঞানব্যাপীর ভবিষ্যত।
১২ মে, এলাহাবাদ হাইকোর্ট তার রায়ে জানিয়েছিল, বিতর্কিত ‘শিবলিঙ্গ’-এর বয়স নির্ধারণের জন্য আধুনিক প্রযুক্তির সহযোগিতা প্রয়োজন। বিচারপতিরা বলেছিলেন, এক্ষেত্রে প্রস্তর খণ্ডটির কার্বন ডেটিং করতে হবে। যা বারাণসীর জেলা আদালতের পূর্বের রায়ের সম্পূর্ণ বিরুদ্ধে। ডিস্ট্রিক্ট কোর্ট হিন্দু ধর্মাবলম্বীদের আবেদনের ভিত্তিতে জানিয়েছিলেন, এ নিয়ে কোনোরকম পরীক্ষা-নিরীক্ষা অপ্রয়োজনীয়। যাকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হন তাঁরা। সেখানে তাঁদের আবেদন মঞ্জুর হলেও মসজিদ কমিটি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পাল্টা আবেদন জাননোর সিদ্ধান্ত গ্রহণ করে। এখন জ্ঞানব্যাপীর পরিণতি বাবরির দিকে এগোয় কিনা সেটাই দেখার।
❤ Support Us