Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • মে ১৫, ২০২৪

২১ টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের তালিকা চেয়ে পাঠালো সুপ্রিম কোর্ট, ১৭মে পরবর্তী শুনানি

আরম্ভ ওয়েব ডেস্ক
২১ টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের তালিকা চেয়ে পাঠালো সুপ্রিম কোর্ট, ১৭মে পরবর্তী শুনানি

পশ্চিমবঙ্গের রাজ্যপাল তথা রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের অধীন সমস্ত বিশ্ববিদ্যালয়গুলির ‘আচার্য’ সিভি আনন্দ বোসকে উপাচার্য  নিয়োগের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার  নিয়োগের পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। ওই দিন আচার্য বোসকে কমপ্লায়েন্স রিপোর্টও জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ ।

আদালত সুত্রে জানা যাচ্ছে, এর আগে ৬ টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত । এইদিন তালিকায়  আরও ১৫টি বিশ্ববিদ্যালয়ের নাম যুক্ত হল।  আগামী শুক্রবার শুনানির দিন ওই ২১ টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নামের তালিকা জমা দিতে বলা হয়েছে। গত সন্ধ্যায় শীর্ষ আদালতের রায়ের প্রতিলিপি প্রকাশিত হয়েছে। তাতে বিস্তারিতভাবে নির্দেশের ঊল্লেখ না করা থাকলেও ১৭ মে  পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

এই প্রসঙ্গে রাজ্যপালের তরফের আইনজীবীকে বিচারপতি সূর্য কান্ত বলেন,’বিশ্ববিদ্যালয়গুলি কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়, তা জনগণের । তাই বিতর্ক দূরে সরিয়ে রেখে উপাচার্য নিয়োগ করতে হবে ।’ প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে রাজ্য সরকার উপাচার্য নিয়োগ করেছিল। কিন্তু সেই নিয়োগ বাতিল হওয়ার পরে রাজ্যপাল বোস নিজের পছন্দমত অন্তর্বর্তী  উপাচার্য নিয়োগ করেন। এক্ষেত্রে মানা হয়নি রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের মনোনীত তালিকাও । ফলে সরকার ও রাজভবনের মধ্যে সংঘাত বাঁধে  যা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। পরবর্তীকালে যাদবপুর বিশ্ববিদ্যালয় অধ্যাপক বুদ্ধদেব সাউকে তাদের অন্তর্বর্তী উপাচার্য হিসেবে নিয়োগপত্র দিলেও তাঁকে অপসারিত করেন রাজ্যপাল। অধ্যাপক সাউ পাশে পান রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরকে।
সুপ্রিম- রায়ের প্রসঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন,’ আচার্যের আইনজীবী এই এই নির্দেশ লিখিতভাবে রেকর্ড না করার অনুরোধ জানিয়েছিলেন। এই প্রক্রিয়াকে স্থগিত করার সবরকম চেষ্টা আদালত বানচাল করেছে।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!