- এই মুহূর্তে দে । শ
- মে ১৭, ২০২৩
মণিপুরের হিংসায় কড়া অবস্থান শীর্ষ আদালতের, নতুন করে রাজ্যের কাছে স্টেটাস রিপোর্ট তলব

মণিপুর হিংসা মামলায় সুপ্রিম কোর্টের অভিমত, নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা রাজ্যের দায়িত্ব হলেও, রাজনৈতিক দলের নেতানেত্রীদের চোখ বন্ধ করে বসে থাকা উচিত নয় । মণিপুরে হিংসার রেশ কাটিয়ে ধীরে ধীরে আগের চাইতে স্বাভাবিক ছন্দে ফিরছে।
মণিপুর রাজ্যের হিংসা পরিস্থিতি আগের তুলনায় কমেছে। বুধবার কেন্দ্র ও রাজ্য সরকার মণিপুরে হিংসার ঘটনা পরিপ্রেক্ষিপ্তে সুপ্রিম কোর্টে তাদের তরফে স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে। তবে কেন্দ্র ও রাজ্য সরকারও বলেছে, রাজ্যের সীমান্ত সংলগ্ন এলাকায় এখনও অশান্তি চলছে তবে শান্তি বজায় রাখার জন্য সব রমকের চেষ্টা চালানো হচ্ছে। এই মাসের শুরুর দিকে মণিপুরে যে হিংসা ছড়িয়ে পড়েছিল প্রেক্ষিতে শীর্ষ আদালত একাধিক আবেদনের শুনানি করে, শীর্ষ আদালত বুধবার রাজ্যকে নির্দেশ দিয়েছে, ত্রাণ ও পুনর্বাসন নিয়ে একটি নতুন রিপোর্ট আদালতের পেশ করতে হবে।
সলিসিটর জেনারেল তুষার মেহতা এদিন সুপ্রিম কোর্টকে জানিয়েছেন, যে রাজ্যে শান্তি ফিরিয়ে আনার জন্য সর্বোতভাবে চেষ্টা চালানোর কাজ হচ্ছে। তিনি বলেন, জেলা পুলিশ এবং সিএপিএফ মোট ৩১৫ টি ত্রাণ শিবির স্থাপন করেছে। রাজ্য সরকার ত্রাণ ব্যবস্থার জন্য ৩কোটি টাকার একটি তহবিল অনুমোদন করেছে। এ পর্যন্ত প্রায় ৪৬ হাজার মানুষ সাহায্য পেয়েছেন।
পাশাপাশি শীর্ষ আদালত মণিপুর হাইকোর্টের আদেশের বিরুদ্ধেও কঠোর অবস্থান গ্রহণ করেছে। সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে মেইতি সম্প্রদায়কে তফসিলি উপজাতি (এসটি) মর্যাদা দেওয়ার জন্য সুপারিশ জমা দিতে বলেছে। সেই সঙ্গে ডিওয়াই চন্দ্রচূড় বলেন,‘মণিপুর হাইকোর্টের আদেশ স্থগিত করতে হবে’। সেই সঙ্গে সুপ্রিম কোর্ট মণিপুর সরকারকে হিংসায় আক্রান্ত ব্যক্তিদের ত্রাণ, সুরক্ষা, পুনর্বাসন প্রদানের বিষয়ে একটি নতুন স্টেটাস রিপোর্ট জমা দিতে বলে। এই মামলার পরবর্তী শুনানি হবে জুলাই মাসে।
এর আগে ৮ মে এই মামলার শুনানির সময় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ বলেছিল যে এটি একটি “মানবিক সংকট।” বাস্তুচ্যুতদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, ত্রাণ শিবিরে ওষুধ এবং খাবার ও পানীয়ের মতো প্রয়োজনীয় সব জিনিসপত্রের ব্যবস্থা করতে হবে। এর পাশাপাশি রাজ্যে ধর্মীয় স্থানগুলির সুরক্ষার জন্যও পদক্ষেপ নেওয়া উচিত।
উল্লেখযোগ্যভাবে, মেইতেই সম্প্রদায়কে এসটি মর্যাদা দেওয়ার দাবির প্রতিবাদে কুকি সম্প্রদায় একটি সমাবেশ করার পরে ৩ মে, ১০টি পার্বত্য জেলায় হিংসা শুরু হয়। সরকারি পরিসংখ্যান অনুসারে, এখনও পর্যন্ত মণিপুরে হিংসার বলি হয়েছেন ৭১ জন। সেই সঙ্গে ২৩০ জনের বেশি আহত হয়েছেন। হিংসার ঘটনায় প্রায় ১৭০০ ঘর-বাড়ি পুড়ে গেছে। প্রচুর সম্পত্তি নষ্ট হয়েছে এই হিংসায়।
❤ Support Us