- এই মুহূর্তে দে । শ
- এপ্রিল ১৮, ২০২৩
কর্ণাটকে সংরক্ষণ ব্যবস্থাকে চ্যালেঞ্জ। মামলার শুনানি ২৫ এপ্রিল। ভোটের আগে সাম্প্রদায়িক সমীকরনের জবরদস্ত ইস্যু !
মুসলিম ও অন্যান্য অনুন্নত সম্প্রদায়ের জন্য ৪ শতাংশ সংরক্ষণ ব্যবস্থা রদ করার দাবিতে, সম্প্রতি মামলা করা হয় সুপ্রিম কোর্টে। মামলার শুনানি স্থগিত রেখে দেশের শীর্ষ আদালত বলেছে, শুনানি হবে ২৫ এপ্রিল।
বিধানসভা নির্বাচনের আগে, সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টায় জোর বাড়িয়ে দেবে ভারতীয় জনতা পার্টি। কোন্দলে জেরবার বিজেপি। তাঁদের দু দুজন গুরুত্বপূর্ণ সদস্য ইতিমধ্যে কংগ্রেসে যোগ দিয়েছেন। প্রথম ও দ্বিতীয় তালিকায় ঠাঁই পাননি, এরকম গেরুয়া রাজনীতিকের সংখ্যা নেহাৎ কম নয়। তৃতীয় তালিকা থেকে বাদ পড়তে পারেন কেউ কেউ। হাওয়া প্রতিকূল। এরকম পরিস্থিতিতে, জাতপাত, আঞ্চলিকতা ও সাম্প্রদায়িক বিভাজনের গতিকে উর্ধ্বমুখী করে তোলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এর সহজ পথ মুসলিম ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য নির্দিষ্ট সংরক্ষণ ব্যবস্থার বিরোধিতা। গেরুয়া শিবির, এরকম স্পর্শকাতর ইস্যু হাতছাড়া করবে কেন?
❤ Support Us