Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • ডিসেম্বর ১১, ২০২৩

দেওয়া হোক রাজ্যের স্বীকৃতি । আগামী বছর ৩০ সেপ্টেম্বরের মধ্যেই জম্মু কাশ্মীরে সাধারণ নির্বাচন করার সুপ্রিম নির্দেশ

আরম্ভ ওয়েব ডেস্ক
দেওয়া হোক রাজ্যের স্বীকৃতি । আগামী বছর ৩০ সেপ্টেম্বরের মধ্যেই জম্মু কাশ্মীরে সাধারণ নির্বাচন করার সুপ্রিম নির্দেশ

কাশ্মীরের ৩৭০ অনুচ্ছেদ বাতিল সঠিক, রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন, অনুচ্ছেদ ৩৭০ বাতিল অসাংবিধানিক নয়। প্রধান বিচারপতি আরও জানিয়েছেন, যে হেতু সংবিধানের ৩৭০ ধারায় কাশ্মীরকে যে বিশেষ মর্যাদা প্রদান করা হয়েছিল, তা অস্থায়ী, তাই রাষ্ট্রপতির তা বাতিল করার অধিকার সম্পূর্ণ বৈধ। জম্মু ও কাশ্মীরের গণপরিষদ বাতিল করার পরেও রাষ্ট্রপতি এটি করতে পারেন। ভারতের সংবিধানের থেকে জম্মু-কাশ্মীরের সংবিধান উঁচুতে নয়। ভারতের সংবিধানেই জম্মু-কাশ্মীর চলবে। জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। ২০২৪-এর ৩০ সেপ্টেম্বরের মধ্যে জম্মু-কাশ্মীরে নির্বাচন করতে জাতীয় নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।

ন্যাশনাল কনফারেন্স বা এনসি নেতা ওমর আবদুল্লাও সোমবার সকালে এক্স হ্যান্ডেলে নিজের বাড়িতে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ করেছেন। তালার ছবিও দেখিয়েছেন তিনি। কাশ্মীরের বেশিরভাগ বিরোধী নেতা “গৃহবন্দি।। কাশ্মীরে অনুচ্ছেদ ৩৭০ বাতিল প্রসঙ্গে রায় দানের আগে কাশ্মীরের নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে রবিবার থেকেই। সোমবার সকালে পিডিপি অভিযোগ করেছে, তাদের নেত্রী মেহবুবা মুফতিকে বেআইনি ভাবে “গৃহবন্দি” করে রাখা হয়েছে।  এদিকে গুলাম নবি আজাদ জানিয়েছেন শীর্ষ আদালতের এই রায়ে তিনি সন্তুষ্ট নয়।

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চে রায়দান করেছে। এই বেঞ্চে রয়েছেন বিচারপতি এস কে কৌল, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বিআর গভাই, বিচারপতি সূর্য কান্ত।

জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলের বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছিল। সেগুলি একত্রে এনে সম্প্রতি শুনানি শুরু করে দেশের শীর্ষ আদালত। গত ২ জুলাই থেকে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চে শুরু হয় ৩৭০ ধারা বাতিলের মামলার ধারাবাহিক শুনানি। ৫ সেপ্টেম্বর এই বিষয়ে রায়দান স্থগিত রাখে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। সোমবার তারই রায় ঘোষিত হয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!