Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ১৪, ২০২৪

শীর্ষ রায়ে, নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন বড়ঞার বিধায়ক

আরম্ভ ওয়েব ডেস্ক
শীর্ষ রায়ে, নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন বড়ঞার বিধায়ক

নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে স্বস্ত্বি পেলেন বড়ঞার তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবনকৃষ্ণ সাহা।গত বছর ১৭ এপ্রিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তাঁকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ‘অযোগ্য’দের টাকা নিয়ে চাকরি দিয়েছেন।

সিবিআই তাঁকে গ্রেফতার করার পরে তিনি জামিনের জন্য আবেদন করেন কলকাতা হাইকোর্টে। কিন্তু সেখানে তাঁর আবেদন খারিজ হয়ে যায়। তারপরে তিনি আর্জি জানান সুপ্রিম কোর্টে। আজ এই মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টের বিচারপতি এএস বোপান্না এবং সঞ্জয় কুমারের এজলাসে।তাঁর হয়ে শীর্ষ আদালতে সওয়াল করেন আইনজীবী মুকুল রোহাতগি ওঅনির্বাণ গুহ ঠাকুরতা। শুনানি পর্বে সিবিআইয়ের তরফে আইনজীবী জানান, চাকরিপ্রার্থীরা টাকা ফেরত চাওয়ার পরে জীবনকৃষ্ণ সাহা এবং চাকরিপ্রার্থীদের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে ছিল পুলিশের একাংশ। তিনি আরও দাবি করেন, ১৪ এপ্রিল তাঁর বাড়িতে সিবিআই তল্লাশি চলাকালীন পুকুরে ফেলে দেওয়া ফোন থেকে এই সমস্ত তথ্য উদ্ধার হয়েছে।অবশেষে সুপ্রিম কোর্টের ডিভশন বেঞ্চ আজ জীবনকৃষ্ণের জামিনের আবেদন মঞ্জুর করে।

তাঁর জামিন প্রসঙ্গে সুপ্রিম কোর্টের দুই বিচারপতি বলেছেন, ‘যেহেতু এই মুহূর্তে এই মামলার কোনো ট্রায়ালের সম্ভাবনা নেই, তাই কাউকে অনির্দিষ্ট কালের জন্য জেলে আটকে রাখা যুক্তিসঙ্গত নয়। তাই তাঁকে আপাতত জামিনে মুক্তি দেওয়া হল।’ লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় গতকালই ভোটপর্ব মিটেছে বহরমপুরে।তারপরই মুক্তি জামিনে মুক্তি পেলেন বড়োঞার বিধায়ক।

জামিনে মুক্তির খবর শুনে প্রেসিডেন্সি সংশোধনাগারের ২৫ নম্বর সেলের বাসিন্দা আবেগপ্রবণ হয়ে পড়েন।মঙ্গলবার শীর্ষ আদালতে জীবনকৃষ্ণের জামিনের আবেদন মঞ্জুর হলেও, কারাগার থেকে মুক্তি পেতে আরও দিনকয়েক লাগবে তাঁর ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!