Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • মে ১৪, ২০২৪

‘নিরপেক্ষ’ তদন্তে সিলমোহর শীর্ষ আদালতের, সন্দেশখালির মূল মামলার সাথে যুক্ত হওয়ার আবেদনে সম্মতি

আরম্ভ ওয়েব ডেস্ক
‘নিরপেক্ষ’ তদন্তে সিলমোহর শীর্ষ আদালতের, সন্দেশখালির মূল মামলার সাথে যুক্ত হওয়ার আবেদনে সম্মতি

সন্দেশখালির মূল মামলার সঙ্গে তাঁরা যুক্ত হতে চান, চান ‘নিরপেক্ষ এবং স্বাধীন তদন্ত’। এই মর্মে তাঁরা আবেদন করেন সুপ্রিম কোর্টে। তাঁদের এই আর্জি গ্রহণ করে শীর্ষ আদালত। তাঁরা হলেন সন্দেশখালির মহিলাদের একাংশ। তাঁদের এই আবেদনে সাড়া দিলেন বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ।  আগামী জুলাই মাসে সন্দেশখালির মামলার শুনানির সাথে তাঁদের আর্জিও শুনবে শীর্ষ আদালত।
তাঁদের এই আবেদনকে ‘উল্লেখযোগ্য’ বলে মনে করছে তৃণমূল।

সন্দেশখালির ঘটনায় যখন সারা দেশে চরম অস্বস্তিকর পরিস্থিতিতে ছিল শাসকদল তৃণমূল, তার কিছুদিনের মধ্যেই রাজ্য রাজনীতিতে তোলপাড় ঘটিয়ে ভাইরাল হয় একটি ভিডিও। যেখানে দেখা যায় বিজেপির একজন স্থানীয় নেতা গঙ্গাধর কয়াল সমস্ত ঘটনাটিকে বিরোধী দলনেতার মস্তিষ্কপ্রসুত বলে মন্তব্য করছেন।যে ভিডিয়োগুলির মূল বিষয়বস্তু ছিল  সন্দেশখালির কয়েক জন মহিলাকে ‘ধর্ষিতা’ সাজানো হয়েছিল। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘আরম্ভ।’ বলা বাহুল্য,  এই বিতর্কিত ভিডিও গুলি পাশা পাল্টে দেয় রাজ্য রাজনীতির। এই ভাইরাল ভিডিও নিয়ে রাজনীতির ময়দানে নেমে পড়ে শাসক দল তৃণমূল । প্রায় প্রতিটি সভাতেই রাজ্যের বিরোধী দল বিজেপির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের প্রথমসারির নেতারা। পাল্টা প্রতিবাদ করেছে পদ্ম শিবিরও। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সমস্ত ঘটনাটি আই প্যাক, পুলিশ ও ঘাসফুল শিবিরের একটি চক্রান্ত বলে তাঁর ক্ষোভ উগড়ে দিয়েছেন।

এদিকে সেই ভাইরাল হওয়া ভিডিওকে কেন্দ্র করে রবিবার উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি। ওই ঘটনায় চারজন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকার বিজেপি কর্মী সমর্থকদের দাবি,  তৃণমূল পরিকল্পনা করিয়ে পুলিশকে দিয়ে তাদের গ্রেফতার করিয়েছে। সোমবার বিকেলে ভোটের পরে সেই গ্রেফতারির প্রতিবাদেই পথে নামেন সন্দেশখালির মহিলারা।  টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। পুলিশের সঙ্গে জড়িয়ে পড়েন তীব্র বচসায়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!