- দে । শ
- মে ১৭, ২০২৩
তদন্তের নামে ভয়ের পরিবেশ তৈরি নয়, ইডিকে শীর্ষ আদালতের নির্দেশ

ছত্তীশগড়ে কংগ্রেস শাসিত সরকারকে বিপাকে ফেলতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে কাজে লাগানো হচ্ছে। এসম্পর্কিত মামলা গড়াল সুপ্রিম কোর্ট পর্যন্ত। এবিষয়ে দেশের শীর্ষ আদালত ইডিকে জানিয়েছে, ছত্তীশগড়ে যেন ভয়ের পরিবেশ না সৃষ্টি করে ইডি।
কংগ্রেসশাসিত ছত্তীশগড় সরকারের অভিযোগ, রাজ্যে দু’হাজার কোটি টাকা মদ কেলেঙ্কারির মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে আর্থিক বেনিয়মের মামলায় জড়াতে চাইছে। সুপ্রিম কোর্টে ছত্তীশগড় সরকারের পক্ষে আইনজীবী ছিলেন কপিল সিবাল। মামলাটি ওঠে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কিষাণ কাউল এবং আসানুদ্দিন আমানুল্লাহের বেঞ্চে।
আদালতে আইনজীবী কপিল সিবাল বলেন, রাজ্যের আবগারি দফতরের বেশ কয়েকজন আধিকারিক জানিয়েছেন, মদ কেলেঙ্কারির ঘটনার তদন্তে নেমে এবং কেলেঙ্কারিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের নাম জড়াতে ইডি তাঁদেরকে হুমকি দিচ্ছে। রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে ইডি এধরনের ঘটনা ঘটাচ্ছে।
তবে ইডি যাবতীয় অভিযোগই অস্বীকার করেছে। ইডির তরফে সুপ্রিম কোর্টে হাজির ছিলেন অতিরিক্ত সলিসিটার জেনারেল সিভি রাজু। সিবালের অভিযোগ খণ্ডন করে সলিসিটার জেনারেল সিভি রাজু জানিয়েছেন, হুমকি দেওয়ার কোনও ঘটনা ঘটেনি। ইডি কেলেঙ্কারির তদন্তে নেমেছে। এরপরই দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে, কোনওভাবেই যেন তদন্তের নামে ভয়ের পরিবেশ সৃষ্টি না করা হয়।
রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টে গুরুতর অভিযোগ তোলা হয়েছে। রাজ্য সরকারের অভিযোগ, আবগারি দফতরের তদন্তকারী অফিসারদের কেবল মানসিকভাবে নয়, শারীরিকভাবেও হেনস্থা করছে ইডি। ইডি কার্যত কেন্দ্রীয় সরকারের অঙ্গুলিহেলনে চলছে। ফলে ইডি যে তদন্ত করছে, তাও একপেশে, কোনওভাবেই নিরপেক্ষ নয়।
গত এপ্রিলে ছত্তীশগড় সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে। অভিযোগ করা হয়েছে, কংগ্রেসশাসিত ছত্তীশগড় সরকারের স্বাভাবিক কাজকর্ম চালাতে বাধা দিচ্ছে ইডি।
❤ Support Us