Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ২১, ২০২৩

দূষণ নিয়ে দিল্লি সরকারকে কড়া বার্তা সুপ্রিম কোর্টের

আরম্ভ ওয়েব ডেস্ক
দূষণ নিয়ে দিল্লি সরকারকে কড়া বার্তা সুপ্রিম কোর্টের

প্রতি শীতে দিল্লি ও পাঞ্জাব দূষণের চাদরে নিজেকে জড়িয়ে ফেলে, এই বিষয়ে কৃষকদের কৃষি বর্জ্য পোড়ানো বন্ধ করতে পাঞ্জাব ও দিল্লি সরকারকে কৃষকদের বিরুদ্ধে কড়া নিতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। দেশের রাজধানীর দূষণ নিয়ে একটি মামলার শুনানিতে মঙ্গলবার দেশের শীর্ষ আদালত এই পর্যবেক্ষণ দিয়েছে।

বিচারপতি এস কো কৌল এবং বিচারপতি এস ধুলিয়ার একটি বেঞ্চ আম আদমি পার্টি শাসিত দিল্লি ও পাঞ্জাব উভয় রাজ্যকে কৃষি বর্জ্য পোড়ানোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে, এই কৃষি বর্জ্য পোড়ানোর ফলে রাজধানী দূষণের চাদরে প্রতি বছর শীতকালে আচ্ছাদিত হয়ে যাচ্ছে।

প্রতিবেশী উত্তরপ্রদেশের বিজেপি শাসিত রাজ্য থেকে দিল্লি ও পাঞ্জাবের দূষণের প্রসঙ্গ টেনে বলা হয়েছে, গত ছশ বছরে এবারই হচ্ছে সবচেয়ে দূষিত নভেম্বর, কি ভাবে এই সমস্যাকে নিয়ন্ত্রণ করতে হবে সেটা নির্ধারণ করা ও সমাধান করা এই দুই রাজ্যের প্রশাসনের কাজ।

আদালত দিল্লি-মিরাট আরআরটিএস-এর কাজের জন্য বিলম্বিত তহবিল নিয়ে দিল্লি সরকারকে তিরস্কার করেছে। আপ-এর কৃতিত্ব দাবি করে বিজ্ঞাপনের পিছনে টাকা না খরচ করে সেই টাকায় দিল্লি-মিরাট আঞ্চলিক দ্রুত পরিবহণ ব্যবস্থার কাজটা করার জন্য দিল্লি সরকারকে আদালত নির্দেশ দিয়েছে। আদালত বলেছে, আপনার সরকার আদালতের আদেশ পালন করেনি, এ ক্ষেত্রে আমাদের কিছু করার নেই। এখন আমাদের কাছ থেকে আর অনুমোদন পাওয়া যাবে না।

গত জুলাই মাসে আদালত দিল্লি সরকারকে ভর্ৎসনা করেছিল। দিল্লি সরকার তখন এই দিল্লি-মিরাট আরআরটিএস এর কাজের জন্য ৪১৫ কোটি টাকা তহবিলের অংশ প্রদানের অপারগতার কথা জানিয়েছিল। তার পর আদালত দিল্লি সরকারকে বলে, গত তিন বছর সরকারের বিজ্ঞাপনের পিছনে কত টাকা ব্যয় হয়েছে সেই হিসাবটা দেখুন।
এই আদেশ এক সপ্তাহের জন্য স্থগিত রাখা হয়েছে। দিল্লি সরকার যদি এক সপ্তাহের মধ্যে দিল্লি-মিরাট আরআরটিএস-এর জন্য দিল্লি সরকারের খরচের অংশ পরিমাণ পরিশোধ না করে তাহলে তার বিজ্ঞাপনের ব্যয় বরাদ্দ থেকে তহবিল স্থানান্তর করা হবে বলে ক্ষমতাসীন আপ সরকারকে আদালত সতর্ক করেছে।
আদালত অবশ্য পাঞ্জাবের কৃষকদের অবস্থার প্রতি আরও সহানুভূতিশীল ছিল, যারা কৃষি  বা ফসলের বর্জ্য বা খড় পোড়ানোর জন্য আবার কঠোর তদন্তের আওতায় এসেছে। কৃষককে খল নায়ক বানান হচ্ছে, তাদের কথা শোনা হচ্ছে না। এই খড় পোড়ানোর নিশ্চই কোনও কারণ আছে বলে আদালত মন্তব্য করেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!