Advertisement
  • দে । শ
  • মে ১২, ২০২৩

“পশ্চিমবঙ্গ কি দেশের বাকি রাজ্যের চেয়ে আলাদা ?” “দ্য কেরালা স্টোরি” বিতর্কে রাজ্যকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট

আরম্ভ ওয়েব ডেস্ক
“পশ্চিমবঙ্গ কি দেশের বাকি রাজ্যের চেয়ে আলাদা ?” “দ্য কেরালা স্টোরি” বিতর্কে রাজ্যকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট

এবার “দ্য কেরালা স্টোরি” বিতর্ক অস্বস্তিতে পড়লেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা সরকার। গত সোমবার রাজ্যে এই সিনেমা প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল , “এই সিনেমা রাজ্যের শান্তিশৃঙ্খলার পক্ষে বিপজ্জনক হতে পারে।” বাংলার এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সিনেমাটির নির্মাতারা। শুক্রবার সেই আবেদনের শুনানিতে রাজ্যকে ভর্ৎসনা করল দেশের শীর্ষ আদালত। দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে  শুনানি হয়। কেন বাংলায় নিষিদ্ধ দ্য  কেরালা স্টোরি? জবাব চেয়ে রাজ্যকে নোটিশ ধরালো দেশের শীর্ষ আদালত। বাংলার পাশাপাশি এই সিনেমা নিয়ে তামিল নাড়ু সরকারকেও শীর্ষ আদালত নোটিশ ধরিয়েছে ।

এদিন ‘দ্য কেরালা স্টোরি’র নির্মাতাদের হয়ে সর্বোচ্চ আদালতে সওয়াল করেন সিনিয়র আইনজীবী হরিশ সালভে। তিনি জানান, “এক রাজ্য কার্যত নিষেধাজ্ঞা জারি করেছে, অপর রাজ্য সিনেমাটোগ্রাফ অ্যাক্টের ক্ষমতা ব্যবহার করেছে।” বাংলায় জারি নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য সওয়াল করেন হরিশ সালভে। এদিন সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ সরকারের কৌঁসুলি ছিলেন সিনিয়র আইনজীবী অভিষেক মনু সিংভি। তিনি দাবি করেন এবং তথ্য দিয়ে বলেন, “ইন্টেলিজেন্স রিপোর্ট রয়েছে রাজ্যের হাতে।” যদিও তা শেষ পর্যন্ত মান্যতা পায়নি । প্রধান বিচারপতি প্রশ্ন ছিল,, “দেশের অন্যান্য অংশেও এই ছবি মুক্তি পেয়েছে। পশ্চিমবঙ্গ তাদের চেয়ে আলাদা নয়….তাহলে কি এটা অন্যত্র মুক্তি পেত? পশ্চিমবঙ্গের যা ডেমোগ্রাফিক প্রোফাইল সেই একই প্রোফাইলের সমস্ত রাজ্যে এই ছবি নির্বিঘ্নে প্রদর্শিত হচ্ছে। এর সঙ্গে সিনেম্যাটিক ভ্য়ালুর কোনও সম্পর্কই  নেই, ছবি তো ভালো-খারাপ হতেই পারে।”

প্রধান বিচারপতি এরপর জানান,”শুনানি সম্পূর্ণ না হলে এবং রাজ্যের তরফে জবাব না পেলে কোনওরকম স্থগিতাদেশ জারি করা যাবে না।” আগামী বুধবার অর্থাৎ ১৭ই মে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। এর আগে সুপ্রিম কোর্টে এই ছবির মুক্তি আটকাতে একাধিক মামলা দাখিল করা হয়েছিল। আবেদনকারীদের সংশ্লিষ্ট হাইকোর্টের দ্বারস্থ হওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কৌঁসুলি প্রশ্ন তোলেন, কেন এবারও তেমনটা ঘটবে না? যদিও সেই আবেদনে কর্ণপাত করেননি প্রধান বিচারপতি।

তামিলনাড়ু সরকার এই ছবিকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ঘোষিত না করলেও সেই রাজ্যের কোনও থিয়েটারে এই ছবি প্রদর্শিত হচ্ছে না, আর সেই সিদ্ধান্ত নিয়েছেন হল মালিকরা। একাধিক সংগঠনের থেকে হুমকি পেয়ে নিরাপত্তার অভাবে দ্য কেরালা স্টোরি দেখানো  তারা বন্ধ রেখেছেন, এমনটাই জানিয়েছেন তামিলনাড়ুর থিয়েটার ওনার্সরা। তবে সিনেমাটি প্রদর্শনের জন্য উপযুক্ত নিরাপত্তা প্রদান করতে হবে রাজ্যকে, এমন দাবি করে “দ্য কেরালা স্টোরি”-র নির্মাতাদের। সেই মর্মে এমকে স্ট্যালিন সরকারকেও নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এবার দেখা যাক রাজ্য সরকার শীর্ষ আদালতের এই নোটিশের পর কি পদক্ষেপ করে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!