- দে । শ
- ফেব্রুয়ারি ২৩, ২০২৩
শিবসেনা আপাতত শিণ্ডেদেরই ! মশাল হাতেই উদ্ধবকে ফেরাল সর্বোচ্চ আদালত

শিবসেনার নাম ও প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল রাখল সুপ্রিম কোর্ট। আপাতত, মশাল প্রতীক ও নতুন নাম নিয়ে সন্তুষ্ট থাকতে হবে উদ্ধবকে।
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, শিবসেনার নাম ও প্রতীক এখন বর্তমান মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের শিবির ব্যবহার করতে পারেন। কমিশনের রায়ের প্রতিবাদে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন উদ্ধ্বব ঠাকরে। মামলা শুনতে রাজি হলেও কোর্ট তাঁকে স্বস্তি দিতে পারেনি। বুধবার, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ শিণ্ডে শিবিরের পক্ষে রায় ঘোষণা করে। বলা হয়, শিব সেনা প্রতিষ্ঠাতা বাল সাহেব ঠাকরেরর নাম ব্যবহার করতে পারবে তাঁরা। জ্বলন্ত মশাল নিয়ে সন্তুষ্ট থাকতে হবে উদ্ধব ঠাকরেকে।
অন্যদিকে, মঙ্গলবার শিবসেনার সংসদীয় কার্যালয়ের দখল নিয়েছে শিণ্ডে গোষ্ঠী। দলের সম্পত্তি ও ব্যাঙ্ক আকাউণ্টগুলোর সুরক্ষা নিয়ে আদালতে আবেদন জানিয়েছেন শিবসেনার আইনজীবী কপিল সিব্বাল। শিণ্ডে শিবিরের প্রতিক্রিয়া , নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ব্যাপারে হাইকোর্ট কোনো স্থগিতাদেশ দেয়নি। তাহলে কোন যুক্তিতে শীর্ষ আদালত এ ব্যপারে হস্তক্ষেপ করছে?
আদলত অবশ্য জানিয়েছে, এই পর্যায়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে আটকানো সম্ভব নয়। কমিশনের আদেশের বাইরে শিণ্ডে শিবির যদি কোনো পদক্ষেপ নেয় তাহলে তাঁর আইনগত দিকগুলো বিবেচনা করে দেখবে কোর্ট। দুসপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি। তাঁর আগে শিণ্ডে গোষ্ঠীকে এ ব্যাপারে হলফনামা জমা দিতে বলেছে সর্বোচ্চ আদালত।
❤ Support Us