Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ৩, ২০২৪

ভোটের জন্য অন্তর্বর্তীকালীন জামিন পাবেন কেজরিওয়াল?‌ ইডি–কে তৈরি থাকতে বলল দেশের শীর্ষ আদালত

আরম্ভ ওয়েব ডেস্ক
ভোটের জন্য অন্তর্বর্তীকালীন জামিন পাবেন কেজরিওয়াল?‌ ইডি–কে তৈরি থাকতে বলল দেশের শীর্ষ আদালত

দিল্লির লোকসভা ভোটের দিন অরবিন্দ কেজরিওয়ালকে কি অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হবে?‌ সেই সম্ভাবনা তৈরি হয়েছে। শুক্রবার সুপ্রিম কোর্ট এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (‌ইডি)‌ বলেছে যে, নির্বাচনের কারণে অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিনের প্রশ্নটি বিবেচনা করতে পারে। মঙ্গলবার শীর্ষ আদালত শুনানির সময় যখন আবেদনটি গ্রহণ করবে, তখন বিষয়টি নিয়ে প্রস্তুত থাকতে বলেছে।

সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না এবং দীপঙ্কর দত্তের বেঞ্চ বলেছে, ‘নির্বাচনের কারণে অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়ার বিষয়টি বিবেচনা করতে চাই। আমরা অন্তর্বর্তীকালীন জামিনের অনুমতি দিতেও পারি, আবার নাও দিতে পারি। তবে আমাদের অবশ্যই তৈরি থাকতে হবে। কারণ উভয় পক্ষকে অবাক করে দেওয়া উচিত নয়।’‌ দিল্লির মুখ্যমন্ত্রীকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হলে কেজরিওয়ালের ওপর শর্ত আরোপ করা হবে বলেও আদালত ইডিকে জানিয়েছে। এছাড়া ইডি–কে বিবেচনা করতে বলেছে যে, কেজরিওয়ালের মুখ্যমন্ত্রীর পদের কথা বিবেচনা করে তাঁকে কোনও ফাইলে স্বাক্ষর করতে দেওয়া যায় কিনা।
আবগারি দুর্নীতি মামলায় ২১ মার্চ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল ইডি। বিজেপি মুখ্যমন্ত্রীর পদ থেকে কেজরিওয়ালের পদত্যাগের দাবি তুললেও এখনও পর্যন্ত তাঁর সমস্ত জামিনের আবেদন প্রত্যাখ্যান করেছে আদালত। শুক্রবার দিল্লি হাইকোর্ট আবগারি নীতি কেলেঙ্কারি থেকে উদ্ভূত একটি মানি লন্ডারিং মামলায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারকে চ্যালেঞ্জ করে একটি আবেদন খারিজ করে দিয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!