Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • মে ৬, ২০২৪

তৃতীয় দফার ভোটের দিনই হবে রাজ্যের শিক্ষকদের চাকরি বাতিলের মামলার শুনানি, জানাল শীর্ষ আদালত

আরম্ভ ওয়েব ডেস্ক
তৃতীয় দফার ভোটের দিনই হবে রাজ্যের শিক্ষকদের চাকরি বাতিলের মামলার শুনানি, জানাল শীর্ষ আদালত

পিছিয়ে গেল শুনানি । সোম নয় মঙ্গলেই হবে রাজ্যের ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের মামলা । সুপ্রিম কোর্টের তরফে আজ বলা হয়, সোমবার একাধিক মামলা নিয়ে চাপ থাকায়, একদিন পিছিয়ে দেওয়া শিক্ষকদের চাকরি হারানোর মামলার শুনানি । দেশের শীর্ষ আদালতের তরফে বলা হয়েছে, আগামীকাল সারদিন ধরে ওই মামলার শুনানি হবে ।

কলকাতা হাইকোর্টের রায়ে, ২০১৬ সালের প্যানেলভুক্ত ২৬ হাজার শিক্ষকদের চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দেশের শীর্ষ আদালতে মামলা করেছিল রাজ্য ও স্কুল সার্ভিস কমিশন । ২৯ তারিখ সুপ্রিম কোর্টে দেশের প্রধান বিচারপতির বেঞ্চে মামলার প্রাথমিক শুনানি হয় । সেদিনই যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা হবে কিভাবে, তা রাজ্যের কাছে জানতে চায় আদালত । রাজ্যের তরফে বলা হয়, এনিয়ে তারা বিস্তারিত তালিকা মামলার পরবর্তী শুনানিতে সুপ্রিম কোর্টে হাতে তুলে দেবে । ৬ মে, সোমবার সেই মর্মে একটি চাকরিহারা শিক্ষদের মধ্যে কারা যোগ্য এবং অযোগ্য, তার একটি গাণিতিক পরিসংখ্যান সুপ্রিম কোর্টের হাতে তুলে দেয় রাজ্য । রাজ্য স্কুল সার্ভিস কমিশনের তরফে বলা হয়, পরে শীর্ষ আদালত চাইলে এসংক্রান্ত বিস্তারিত রিপোর্টও তারা শীর্ষ আদালতে জমা দেবে । সোমবার দিনের শেষে সেই বহু প্রতিক্ষিত মামলার শুনানি প্রসঙ্গে সুপ্রমি কোর্ট জানিয়ে দেয়, মঙ্গলবার, অর্থাৎ ৭ মে সেই মামলার শুনানি হবে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!