Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • সেপ্টেম্বর ২২, ২০২৩

সনাতন ধর্ম নিয়ে মন্তব্যের জের! উদয়নিধিকে নোটিস পাঠাল দেশের শীর্ষ আদালত

আরম্ভ ওয়েব ডেস্ক
সনাতন ধর্ম নিয়ে মন্তব্যের জের! উদয়নিধিকে নোটিস পাঠাল দেশের শীর্ষ আদালত

সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করে এবার আইনি নোটিশ পেলেন উদ্যায়নিধি। তামিলনাড়ুর মন্ত্রী উদয়নিধি স্ট্যালিনকে নোটিস পাঠাল দেশের শীর্ষ আদালত। তাঁর পাশাপাশি এ রাজা ও আরও ১৪ জনকেও নোটিস পস্তিয়েছে সুপ্রিম কোর্ট। যাদের মধ্যে রয়েছে সিবিআই ও তামিলনাড়ু পুলিশও। এমন কি তামিলনাড়ু সরকারকেও নোটিশ পাঠানো হয়েছে। উদয়নিধির বিরুদ্ধে যে এফআইআর জারি হয়েছে তার ভিত্তিতে রুজু হওয়া মামলার শুনানি হবে শীর্ষ আদালতে। তবে ঘৃণাভাষণ মামলার সঙ্গে সুপ্রিম কোর্ট একে যুক্ত করতে চায়নি বলে জানা গেছে।

তামিলনাড়ুর মন্ত্রী উদ্যায়নিধি সম্প্রতি সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। “সনাতন অ্যাবলিশন কনফারেন্স”-এ  যোগ দিয়েছিলেন তিনি। আর সেখানেই তাঁকে বলতে শোনা যায়, “কিছু জিনিস আছে যার বিরুদ্ধে প্রতিবাদ করা যায় না। সেগুলির অবলুপ্তি ঘটানো দরকার। আমরা ডেঙ্গু, মশা, ম্যালেরিয়া কিংবা করোনার বিরোধিতা করি না। আমরা সেটা নির্মূল করি। ঠিক সেভাবেই আমাদের সনাতন ধর্মকে অবলুপ্ত করতে হবে। ‘সনাতন’ শব্দটা এসেছে সংস্কৃত থেকে। এটা সামাজিক ন্যায় ও সাম্যের বিরুদ্ধে।”

উদ্যায়নিধির এই মন্তব্য ছড়িয়ে পড়তেই  স্ট্যালিনপুত্রর সনাতনীদের তীব্র আক্রমণের মুখে পড়েন। ওই ঘটনায় স্ট্যালিনপুত্রের শিরচ্ছেদের হুঁশিয়ারি দেন অযোধ্যার মহন্ত পরমহংস আচার্য। নিজে উদয়নিধির মাথা কাটবেন, একথা বলার পাশাপাশি কেউ এই কাজ করলে তাঁকে ১০ কোটি টাকা পুরস্কার দেবেন বলেও ঘোষণা তিনি ঘোষণা করেন। তবে এমন হুমকির পরেও নিজের অবস্থানেই অনড় রয়েছেন উদয়নিধি। তিনি সাফ জানিয়ে দেন, তিনি যে পরিপ্রেক্ষিতে এ কথা বলেছিলেন, প্রয়োজনে সেই পরিপ্রেক্ষিতে একই কথা তিনি আবার বলবেন। এবার দেখা যাক শীর্ষ আদালতে উদ্যায়নিধি কী বলেন !


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!