Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • নভেম্বর ২৩, ২০২২

সুপ্রিম মত: দেশে এমন প্রধান নির্বাচন কমিশনার দরকার, যিনি প্রয়োজনে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন

আরম্ভ ওয়েব ডেস্ক
সুপ্রিম মত: দেশে এমন প্রধান নির্বাচন কমিশনার দরকার, যিনি প্রয়োজনে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন

দেশের প্রধান নির্বাচন কমিশন নিয়োগের ব্যাপারে স্বচ্ছতা থাকা উচিত। এমনই জানিয়েছে সুপ্রিম কোর্ট। মহামান্য আদালতের পর্যবেক্ষণ, দেশে এমন একজন প্রধান নির্বাচন কমিশনার প্রয়োজন যিনি প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারেন। কেন্দ্রের কাছে নির্বাচন কমিশনার নিয়োগের ব্যাপারে গৃহীত প্রক্রিয়াটি দেখতে চেয়েছে সুপ্রিম কোর্ট।

প্রশ্নটা উঠেছে প্রাক্তন আমলা অরুণ গোয়েলকে নিয়োগ করার পর। গুজরাট নির্বাচনের আগেই নির্বাচন কমিশনার হিসাবে অরুণ গোয়েলকে নিয়োগ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেই নিয়োগেই হস্তক্ষেপ করল সুপ্রিম কোর্ট। অরুণ গোয়েলের নিয়োগ সংক্রান্ত সমস্ত নথি তলব করল দেশের শীর্ষ আদালত। এই ব্যাপারে বিচারপতি কেএম জোসেফের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ তৈরি করা হয়েছে।

বিচারপতি কেএম জোসেফের নেতৃত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ বলেছেন, ‘‌আমাদের একজন প্রধান নির্বাচন কমিশনার প্রয়োজন যিনি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন।’‌ বিচারপতি অজয় রাস্তোগি, অনিরুদ্ধ বোস, হৃষিকেশ রায় এবং সিটি রবিকুমারের সমন্বয়ে গঠিত বেঞ্চ বলেন, ‘‌উদাহরণ স্বরূপ ধরুন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কিছু অভিযোগ রয়েছে এবং প্রধান নির্বাচন কমিশনারকে কাজ করতে হবে। কিন্তু এতটাই দুর্বল, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কাজ করতে পারে না।’ প্রধান নির্বাচন কমিশনারকে রাজনৈতিক প্রভাব থেকে দূরে রাখার কথা বলেছেন মহামান্য আদালত।

মামলার শুনানিতে বিচারপতি জোসেফ বলেন, ‘‌অরুণ গোয়েলকে নিয়োগে যে কোনও সমস্যা নেই তা আমরা দেখতে চাই।’‌ স্বেচ্ছাবসর দিয়ে কেন তড়িঘড়ি করে এই পদে নিয়োগ করা হল তা নিয়েও গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সাংবিধানিক বেঞ্চের। তবে সবকিছু ঠিক আছে বলেও সরকারি আইনজীবীকে প্রশ্ন ছুঁড়ে দেয় সুপ্রিম কোর্ট।

প্রাক্তন আমলা অরুণ গোয়েল সোমবার নির্বাচন কমিশনারের দায়িত্ব গ্রহণ করেন। চলতি বছরের মে মাসে সুশীল চন্দ্র অবসর নেওয়ার পর থেকে তিন সদস্যের কমিশনে একজন নির্বাচন কমিশনারের পদ শূন্য ছিল। তারপর অরুণ গোয়েলকে নিয়োগ করা হয়েছে। বৃহস্পতিবার আবার এই সংক্রান্ত মামলার শুনানি হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। এর মধ্যেই এই সংক্রান্ত নথি জমা দেওয়ার কথা বলা হয়েছে।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!