Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • এপ্রিল ২৮, ২০২৩

বিদ্বেষী মন্তব্যে সুপ্রিম কোর্টের লাগাম। জাতি ধর্ম বিচার না করেই অভিযুক্তদের বিরুদ্ধে সব রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলকে মামলার নির্দেশ

আরম্ভ ওয়েব ডেস্ক
বিদ্বেষী মন্তব্যে সুপ্রিম কোর্টের লাগাম। জাতি ধর্ম বিচার না করেই অভিযুক্তদের বিরুদ্ধে সব রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলকে মামলার নির্দেশ

বিদ্বেষমূলক বক্তব্যে রাশ টানতে দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত এলাকাগুলিকে সুয়ো মোটো মামলা দায়ের করতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এব্যাপারে কোনও অভিযোগ দায়ের হওয়া পর্যন্ত অপেক্ষা না করেই সুয়ো মোটো মামলা দায়েরের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি কে এম জোশেফ এবং বিভি নাগরত্নের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।

সারা দেশে বিদ্বেষমূলক বক্তব্য ছড়ানোর ঘটনা ঘটেই চলেছে। এব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্যে সুপ্রিম কোর্টে একঝাঁক আবেদন পেশ করা হয়। আবেদনগুলির প্রেক্ষিতে এদিন সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় বিদ্বেষমূলক বক্তব্য পেশ করাটা অপরাধের পর্যায়ে পড়ছে বলে এদিন জানিয়েছে সুপ্রিম কোর্ট। বিদ্বেষমূলক বক্তব্যে পেশ করার দায়ে যে বা যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে যাতে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়, সেকারণে এদিন সুপ্রিম কোর্ট কড়া নির্দেশ দিল।

এদিন সুপ্রিম কোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ ওই নির্দেশে আরও জানিয়েছে, যারা বিদ্বেষমূলক বক্তব্য পেশ করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ধর্মীয় পরিচয় কোনওভাবেই বিচার্য নয়।

সুপ্রিম কোর্টে বিদ্বেষমূলক মন্তব্য প্রসঙ্গে ব্যবস্থা নিতে শাহীন আবদুল্লা নামে এক মামলাকারীর পক্ষে আবেদন পেশ করেন আইনজীবী নিজাম পাশা। ওই আবেদনকারী আর্জি জানান, বিদ্বেষমূলক বক্তব্যে রাশ টানতে হস্তক্ষেপ করুক সুপ্রিম কোর্ট। এর জেরেই সুপ্রিম কোর্টের এই নির্দেশ। প্রসঙ্গত, আইনজীবী নিজাম পাশা সুপ্রিম কোর্টে জানিয়েছেন, বিদ্বেষমূলক মন্তব্য রোধে দেশের প্রত্যেক রাজ্যের সরকার যেন নোডাল অফিসার নিয়োগ করে। ওই নোডাল অফিসারের হাতেই যেন বিদ্বেষমূলক বক্তব্য যে বা যারা পেশ করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ক্ষমতা থাকবে।

বিদ্বেষমূলক মন্তব্য পেশের দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে মহারাষ্ট্র সরকার কেন ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে, গত মার্চ মাসে সুপ্রিম কোর্ট সেব্যাপারে জবাবদিহি পেশ করতে বলে। এরপরই এদিন সুপ্রিম কোর্টের এই নির্দেশ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!