- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ৪, ২০২৩
হলদিওয়ানি জমি উচ্ছেদের মামলা সুপ্রিম কোর্টে, শুনানি বৃহস্পতিবার

রেলের জমিতে উচ্ছেদ আটকানোর মামলা এবার সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবার এই মামলার শুনানি হতে চলেছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে।
উত্তরাখণ্ডের হলদিওয়ানি স্টেশনের কাছে বনভুলপুরা নামক জায়গায় প্রায় ২৯ একর জমিতে ৪৫৬৫ টি পরিবার দীর্ঘ কয়েক দশক ধরে বাস করছেন। রেল কর্তৃপক্ষের দাবি ওই জমি তার এবং এই পরিবারগুলো অবৈধভাবে ওই এলাকায় রেলের জমি দখল করে রেখেছে। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। ডিসেম্বরের ২০ তারিখ উত্তরাখণ্ড হাইকোর্ট রেলের পক্ষে রায় দিয়ে জানায় যে বাসিন্দাদের সাত দিনের মধ্যে এলাকা ছাড়তে হবে। কারণ ওই এলাকায় বসবাসকারী পরিবারগুলোর সদস্যরা জমির মালিকানার বৈধ কাগজ পত্র দেখাতে পারেননি।
এই রায় আসার পর থেকেই স্থানীয় বাসিন্দারা এই নির্দেশের বিরুদ্ধে তাঁদের বিক্ষোভ জানাতে থাকেন। তারা বলেন যে এভাবে সাতদিনের মধ্যে এলাকা ছারতে হলে তারা শীতের মধ্যে গৃহহীন হয়ে পড়বেন। সেই সঙ্গে বন্ধ হবে স্কুলের শিশুদের পড়াশোনাও। এলাকার কংগ্রেস বিধায়ক সুমিত হৃদয়েশ অসহায় এই পরিবারগুলোর পাশে এসে দাঁড়িয়েছেন। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তিনি সুপ্রিম কোর্টে মামলা করেন। এই প্রসঙ্গে এআইসিসির সচিব কাজী নিজামুদ্দিন জানিয়েছেন যে হলদিওয়ানি এলাকায় প্রায় ৭০ বছর ধরে এই বাসিন্দারা বসবাস করছেন। সেখানে রয়েছে মসজিদ, মন্দির, জলের ট্যাঙ্ক, স্বাস্থ্যকেন্দ্র, দু’টি ইন্টার কলেজ এবং একটি প্রাথমিক স্কুল। ১৯৭০ থেকে রয়েছে নিকাশি ব্যবস্থাও।তাদেরকে এভাবে যাতে উচ্ছেদ করা না হয় তার জন্য প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ও রেলমন্ত্রীর কাছে তিনি অনুরোধ করেছেন বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনা করার জন্য।
❤ Support Us