Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ৩০, ২০২৪

কিটস ব্যাগে মদের বোতল!‌ চণ্ডীগড় বিমানবন্দরে ধরা পড়লেন সৌরাষ্ট্রর ৫ অনূর্ধ্ব ২৩ ক্রিকেটার

আরম্ভ ওয়েব ডেস্ক
কিটস ব্যাগে মদের বোতল!‌ চণ্ডীগড় বিমানবন্দরে ধরা পড়লেন সৌরাষ্ট্রর ৫ অনূর্ধ্ব ২৩ ক্রিকেটার

ক্রিকেটারদের কিট ব্যাগে থাকার কথা শুধু ক্রিকেটীয় সরঞ্জাম। সেখানে ব্যাট–প্যাডের সঙ্গে মিলল কিনা মদের বোতল!‌ মদ পাচার করতে গিয়ে ধরা পড়লেন সৌরাষ্ট্র অনূর্ধ্ব ২৩ দলের কয়েকজন ক্রিকেটার।
ঘটনাটি ঘটেছে চণ্ডীগড় বিমানবন্দরে। কর্ণেল সিকে নাইডু প্রতিযোগিতার ম্যাচ খেলে চণ্ডীগড় থেকে গুজরাটের রাজকোটে ফিরছিল সৌরাষ্ট্র অনূর্ধ্ব ২৩ দল। চণ্ডীগড় বিমানবন্দরে ক্রিকেটারদের কিটস ব্যাগ পরীক্ষা করার সময় ৫ জন ক্রিকেটারের ব্যাগ থেকে ২৭টি মদের বোতল ও ২টি বিয়ারের বাক্স উদ্ধার হয়। গুজরাটে মদ নিয়ে যাওয়া নিষিদ্ধ। কেবলমাত্র পর্যটকদের জন্য আলাদা অনুমিত দেওয়া হয়। নির্দিষ্ট জায়গা থেকে পর্যটকরা মদ কিনতে পারেন। মদ নিয়ে যদি সৌরাষ্ট্র ক্রিকেটাররা যদি রাজকোটে যেতেন, তাহলে ফৌজদারি অপরাধের মুখোমুখি হতে হত। বিমান ছাড়ার আগে চণ্ডীগড় বিমানবন্দরে তল্লাশির সময় মদের বোতল উদ্ধার হওয়ায় ক্রিকেটাররা অপরাধের হাত থেকে বেঁচে গেলেন।
তবে প্রশ্ন উঠছে, গুজরাটে নিষিদ্ধ জেনেও কী করে ক্রিকেটাররা কী করে মদের বোতল কিটস ব্যাগে ঢোকালেন। অভিযুক্ত এক ক্রিকেটারের বাবা অভিযোগ করেছেন, কয়েকজন ক্রিকেটারকে দল থেকে বাদ দেওয়ার জন্যই ফাঁসানো হয়েছে। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘‌সংবাদমাধ্যমে যেভাবে ঘটনাটি তুলে ধরা হচ্ছে, তাতে আমাকেই দোষী দেখানো হচ্ছে। আমার ছেলে ও আরও ৪ ক্রিকেটারকে দল থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে। তাই এভাবে ফাঁসানো হয়েছে।’‌
ইতিমধ্যেই সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এমনকী, কড়া ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে। সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‌চণ্ডীগড় বিমানবন্দরে একটা ঘটনা ঘটেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ আমাদের বিষয়টি জানিয়েছেন। ঘটনাটি দুর্ভাগ্যজনক। সৌরাষ্ট্র ক্রিকেটে কমিটির নৈতিকতা ও শৃঙ্খলা কমিটি এবং অ্যাপেক্স কাউন্সিল পুরো বিষয় গভীরভাবে খতিয়ে দেখবে। এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবে।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!