Advertisement
  • স | হ | জ | পা | ঠ হযবরল
  • মে ৩১, ২০১৯

বাড়িয়ে দিন বন্ধুত্বের হাত

শুদ্ধেন্দু চক্রবর্তী
বাড়িয়ে দিন বন্ধুত্বের হাত

চিত্র সৌজন্য লিফলি

নয় নয় করে তেত্রিশ বছর হয়ে গেল,তবু কেউ কথা রাখলো না । ১৯৮৬ সালে ঠিক হয়েছিল প্রতি বছর মে মাসের ২০ থেকে ২৭ তারিখ “বিশ্ব স্কিৎজোফ্রেনিয়া সপ্তাহ” হিসেবে পালন করা হবে । ২৪ মে পালিত হবে “বিশ্ব স্কিৎজোফ্রেনিয়া দিবস” হিসেবে । উদ্দেশ্য ছিল এই বিরল অথচ ভয়ানক রোগটিকে ঘিরে সচেতনতা বাড়ানো । এতোদিন বাদেও কিন্তু তাকে ঘিরে আমাদের সংশয়ের শেষ নেই । সামান্য বেচাল কারোকে দেখলেই আমরা বেশ বলে দিই “ব্যাটা স্কিৎজোফ্রেনিয়ার রোগী “। একবার দেগে দিতে পারলেই হলো । ব্যাস,তাকে নিয়ে ফিসফিস শুরু হয়ে যাবে । “জানিস তো,ও না…”। কেউ কেউ এই রোগটিকে “স্প্লিটমাইন্ড” বলেন । ব্যাপারটা বেশ গোলমেলে । মন দ্বিখন্ডিত হলে কি তবে স্কিৎজোফ্রেনিয়া ? তাও নয় আসলে । এই অসুখ মানুষকে তার চিন্তা থেকে আলাদা করে দেয় । শেষে এমন আওয়াজ শুনতে পায়, এমন জিনিস দেখতে পায় যাদের বাস্তবে কোনও অস্তিত্বই নেই । এমন সব সন্দেহ যারা আসলে ভুল অথচ অনড়, এমন স্থিতি যেখানে মন মিশে যাচ্ছে আশপাশের জগতে আর দ্রুত কেউ হারিয়ে যাচ্ছে নিজেরই মধ্যে । প্রতি একশো জনের জীবদ্দশায় যে কোনও একজনের এই রোগ হবেই । আর এই রোগের বেশ ভালোরকমের চিকিৎসাও আছে । তবু মানুষের মন থেকে এই রোগ নিয়ে ভুল ধারণা গুলো শোধরালো না কেউ । তেত্রিশ বছর কেটে গেল । এবার অন্তত হাত বাড়িয়ে দিন,এগিয়ে আসুন । আমরা স্কিৎজোফ্রেনিয়া মুক্ত পৃথিবী গড়ে তুলি ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!