Advertisement
  • এই মুহূর্তে
  • নভেম্বর ১৫, ২০২১

আর স্কিনে নয়, মঙ্গলবার থেকে ক্লাসে বসেই পঠনপাঠন শুরু স্কুল-কলেজে

আর স্কিনে নয়, মঙ্গলবার থেকে ক্লাসে বসেই পঠনপাঠন শুরু স্কুল-কলেজে

২০ মাস পর এবার কাটতে চলেছে পড়ুয়াদের বন্দিদশা। আগামিকাল মঙ্গলবার থেকে খুলে যাচ্ছে রাজ্যের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়-সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। কোভিডবিধি মেনে আগামিকাল থেকে শুরু হচ্ছে নবম থেকে দ্বাদশ শ্রেণিতে পঠনপাঠন।কিছুদিন আগেই শিলিগুড়ির উত্তরকন্যায় এক প্রশাসনিক বৈঠকে রাজ্যের স্কুল কলেজ খোলার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশ মতো শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ঝাড়পোঁচ ও স্যানিটাইজেশনের কাজ শেষ পর্যায়ে। ছাত্রদের কোভিড বিধি মেনে চলার ব্যাপারে উত্সাহী করে তোলাটাই এখন শিক্ষকদের কাছে বড় চ্যালেঞ্জ। সবেমিলিয়ে চূড়ান্ত ব্যস্ততা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে।

মঙ্গলবার কমপিউটার বা মোবাইলে নয়, একেবারে শিক্ষক ও বন্ধুদের সঙ্গে বসে আগের মতো ক্লাস শুরু। ফলে এনিয়ে উত্সাহী পড়ুয়ারা। তবে ক্লাস খোলার আগে রাজ্যের অধিকাংশ স্কুলে ব্যস্ততা তুঙ্গে। কোথাও কোথাও একটি বেঞ্চে ২ জন পড়ুয়াকে বসানোর পরিকল্পনা করা হয়েছে। বহু স্কুল কর্তৃপক্ষের পরিকল্পনা হল স্কুলে ঢোকার মুখে প্রতিটি পড়ুয়ার শরীরের তাপমাত্রা মাপতে থার্মাল স্ক্যানার করা হবে। তারপর হাতে স্যানিটাইজ করে মুখে মাস্ক দিয়ে তবেই স্কুলে ঢোকার অনুমতি দেওয়া হবে।

 


  • Tags:

Read by: 216 views

❤ Support Us
Advertisement
homepage billboard publication
Advertisement
homepage billboard publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা