- এই মুহূর্তে
- ফেব্রুয়ারি ৩, ২০২২
ক্লাসরুম আবার জীবন্ত পড়ুয়াদের পঠন-পাঠনে
স্বাস্থ্যসম্মত পরিবেশে ক্লাস পরিচালনা করতে কোনও কসুর করছে না স্কুল কর্তৃপক্ষরাও।

স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়-সহ অন্যান্য যাবতীয় শিক্ষাঙ্গনের দরজা পড়ুয়াদের কলরবে মুখরিত আবার। কলকাতার প্রত্যেকটি স্কুলে সকাল থেকেই দেখা গেছে ছাত্র ছাত্রী ও অভিভাবকদের। আপাতত অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্যই খুলেছে স্কুল।
যাবতীয় কোভিডবিধি মেনে স্বাস্থ্যসম্মত পরিবেশে ক্লাস পরিচালনা করতে কোনও কসুর করছে না স্কুলকর্তৃপক্ষরাও। বস্তুত স্কুল চালুর ঘোষণার পরেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছি লবিদ্যালয় প্রতিষ্ঠানগুলিতে । ক্লাসরুম স্যানিটাইজেশন থেকে ছাত্র ছাত্রী, শিক্ষক ও কর্মীদের মাস্ক ও অন্যান্য কোভিড প্রটোকল অনুসরণ নিয়ে নেওয়া হয়েছে চরম সতর্কতা।
পড়ুয়াদের চাপা উত্তেজনা থেকে হাসি-খুনসুঁটিতে ভোরে উঠেছে স্কুল চত্বর। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে যাওয়ায় অভিবাভক থেকে শিক্ষামহল প্রত্যেকেই খুশি ।
❤ Support Us