Advertisement
  • স | হ | জ | পা | ঠ
  • জুন ৮, ২০২৩

ক্ষুদাতিক্ষুদ্র অণুজীবেই রয়েছে মানব উৎসের সূত্র। অস্ট্রেলিয়ার গবেষকদের গবেষণায় চাঞ্চল্য

আরম্ভ ওয়েব ডেস্ক
ক্ষুদাতিক্ষুদ্র অণুজীবেই রয়েছে মানব উৎসের সূত্র। অস্ট্রেলিয়ার গবেষকদের গবেষণায় চাঞ্চল্য

মানুষের পূর্বপুরুষ কারা তা নিয়ে চিরাচরিত ধারণায় আসতে পারে পরিবর্তন। অষ্ট্রেলিয় গবেষকদের গবেষণায় সে সম্ভাবনাই প্রবল হয়ে উঠছে । সম্প্রতি, দেশের উত্তরাংশে শত শত কোটি বছর আগের একটি জীবাশ্মের সন্ধান পেয়েছেন তাঁরা। যেখানে রয়েছে প্রাচীন জীবজন্তুর নিদর্শন । তাঁদের মতে, এ এক হারিয়ে যাওয়া পৃথিবী।একে নিয়ে যদি আরো পরীক্ষা-নিরীক্ষা করা হয়, তাহলে বহু সাড়া জাগানো তথ্য উঠে আসতে পারে ।

বৃহস্পতিবার অষ্ট্রেলিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একটি গবেষণা নেচার পত্রিকায় প্রকাশ করেন। দীর্ঘ দশ বছর চলেছে তাঁদের গবেষণা। সেখানে তাঁরা জানান, আজ থেকে প্রায় ১৬০ কোটি বছর আগে প্রোটোস্টেরল বায়োটা নামে পরিচিত কতগুলো আণুবীক্ষনিক জীব জলপথগুলোতে ভেসে বেড়াত। যার নিদর্শন ঐ পাথরে পেয়েছেন তাঁরা। তাঁদের মতে মানুষ বিভিন্ন প্রাণীদের উদ্ভব এই এককোষী ক্ষুদাতিক্ষুদ্র জীব থেকেই হয়েছে। সে কারণে এদের মধ্যে নিউক্লিয়াস ও মাইটোকণ্ড্রিয়ার সন্ধান পাওয়া গেছে। যা যেকোনো প্রাণীকোষের স্বাভাবিক বৈশিষ্ট্য ।

অষ্ট্রেলিয়া জাতীয় বিশ্বিদ্যালয়ের অধ্যাপক-গবেষকরা জানিয়েছেন,ব্যাকটেরিয়ার থেকে এই অণুজীবটি অনেক বেশি জটিল ও আকারে বড়। তাদের, মতে, মানুষ বা অন্যান্য ছোটো ও দুর্বল প্রানীদের খেয়ে নেয় , প্রোটোস্টেরলের চরিত্রো খানিকটা সেরকমই। তাই তাঁদের মত, মানুষের উৎপত্তি হয়েছে এখান থেকেই যদিও সবটাই এখন পর্যন্ত অনুমান। বিস্তারিত তথ্য না পেলে এনিয়ে এখনই কিছু বলা সম্ভব নয়। তবে বিজ্ঞানীদের দাবি  প্রমাণ  হলে মানুষের উদ্ভব যে ৩৫ লক্ষ বছর আগে নয় বরং তার আরো আগে  সে সম্পর্কে নতুন আলোপাত করবে  অস্ট্রেলিয়ার গবেষক সংস্থা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!