Advertisement
  • এই মুহূর্তে স | হ | জ | পা | ঠ
  • মে ১১, ২০২৪

পরিবেশ দূষণ শোষণে বিজ্ঞানীদের অভিনব অনুসন্ধান

আরম্ভ ওয়েব ডেস্ক
পরিবেশ দূষণ শোষণে বিজ্ঞানীদের অভিনব অনুসন্ধান

বিজ্ঞানীরা একটি নতুন ধরণের ছিদ্রযুক্ত উপাদান শনাক্ত করেছেন যা কার্বন ডাই অক্সাইডসহ শক্তিশালী গ্রিন হাউস গ্যাসকে আটকানোর ক্ষেত্রে ব্যবহার করা সম্ভব। এই পদার্থটি আনবিক গঠনে একেবারেই আলাদা। বিজ্ঞানীরা একে আখ্যায়িত করেছেন ‘খাঁচার খাঁচা'(“cage of cages.”) বলে।

দুটি পর্যায়ে চিনের এবং ইংল্যান্ডের বিজ্ঞানীরা গোটা প্রক্রিয়াটি সংগঠিত করবেন। একটি প্রিজমের ত্রিকোণাকৃতি তলের একটি বৃহৎ সংস্করণ তৈরি করা হবে যা কার্বন পরমাণুকে তাঁর মধ্যে আটকে রাখবে।বিজ্ঞানীদের বক্তব্য এই ধরনের আনবিক গঠন প্রক্রিয়া এই প্রথম।

আনবিক গঠনটি গ্রিন হাউস বিশেষ করে কার্বন ডাই অক্সাইড গ্যাসকে শুষে নিতে সক্ষম হবে। শিল্প কারখানা থেকে নির্গত যে বর্জ্য, জল দূষণ করে, জলে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বাড়ায়, সেখানে ওই  প্রিজম আকৃতির অবয়বটি তা শুষে নিতে সক্ষম।

একই ভাবে আদ্র জলবায়ু এবং দূষিত থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড গ্যাসও শুষে নিতে পারবে। গ্রিন হাউস গ্যাস এফেক্টের জন্য দায়ী সালফার হক্সা ফ্লুরাইড গ্যাসকেও শোষণ করা সম্ভব বলে বিজ্ঞানিদের দাবি। গবেষকরা এই মুহূর্তে কম বৈদ্যুতিক খরচে অবয়বটির বিষাক্ত গ্যাস শোষণের ক্ষমতা আটকে সুনিশ্চিত করার কাজ করছেন ।

গোটা প্রক্রিয়াটি জটিল গোটা বিষয়টির এখনও গবেষণা স্তরেই আছে। ব্যবহারিক প্রয়োগ নিশ্চিত করতে বিজ্ঞানীরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি শুধুমাত্র গ্রিন হাউস গ্যাস মাত্রা কমানোই নয়,বায়ু দূষণের অন্যান্য বিষয়আশয়কেও হ্রাস করার চেষ্টা করা হবে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!