Advertisement
  • দে । শ
  • মে ৫, ২০২৩

সীমান্ত পরিস্থিতি এখন স্বাভাবিক, স্থায়ী শান্তির লক্ষ্যে সচেষ্ট হতে হবে দু-দেশকেই। ভারতের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর, বার্তা গ্যাংয়ের

আরম্ভ ওয়েব ডেস্ক
সীমান্ত পরিস্থিতি এখন স্বাভাবিক, স্থায়ী শান্তির লক্ষ্যে সচেষ্ট হতে হবে দু-দেশকেই। ভারতের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর, বার্তা গ্যাংয়ের

ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর বৃহস্পতিবার চিনের বিদেশমন্ত্রী কিন গ্যাংয়ের সঙ্গে বৈঠক করেন। পূর্ব লাদাখে সীমান্ত সংক্রান্ত সমস্যা মিটিয়ে, শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার জন্য ওই বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। এই বৈঠকের থেকে যে নির্যাস বেরিয়ে আসছে তাতে বলা যায় উভয় দেশই সীমান্ত সমস্যার নিরসনের ক্ষেত্রে নমনীয় মনোভাব নিয়ে চলার মনোভাব বৈঠকে প্রকাশ করেছে।

ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক কাউন্সিল অফ ফরেন মিনিস্টার্স অফ দ্য সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন বা SCO-র  প্রেক্ষাপটে বৃহস্পতিবার হয়েছে । একটি টুইটে ভারতের বিদেশমন্ত্রী জানিয়েছেন, কিছু বকেয়া ইস্যু নিয়ে এবং সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতাবস্থা সংক্রান্ত বিষয় আলোচনা হয়েছে। চিনের বিদেশ মন্ত্রী ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্করকে বলেছেন, আমাদের উচিত পরস্পরকে সম্মান করা এবং পারস্পরিক অভিজ্ঞগতা থেকে শিক্ষা নিয়ে পথ এই বিষয়ে চলা।

ভারতের বিদেশমন্ত্রী জানিয়েছেন, চিনের স্টেট কাউন্সিলর ও বিদেশমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। কিছু বকেয়া বিষয় নিয়েও  আলোচনা হয়েছে। সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা সংক্রান্ত ব্যাপার ছিল আলোচনার প্রধান গুরুত্বের বিষয়।  ভারতের বিদেশমন্ত্রী আরও জানিয়েছেন, SCO , জি-২০ ও BRICS সংক্রান্ত ব্যাপারেও এই বৈঠকে আলোচনা হয়েছে।

গত দুমাসে এই বিষয়গুলি নিয়ে ভারত-চিন দ্বিতীয়বার আলোচনায় বসল। চিনের বিদেশমন্ত্রী গত মার্চ মাসে জি ২০তে বিদেশমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে তিনি এসেছিলেন।

সেই মিটিংয়ের সময় জয়শঙ্কর চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে সীমান্ত সমস্যা প্রসঙ্গে আলোচনায় বসে ছিলেন। সেই সময় চিনের বিদেশমন্ত্রীর  সঙ্গে আলোচনার পর জানিয়েছিলেন, ভারত ও চিনের সম্পর্ক একেবারে অস্বাভাবিক। কারণ পূর্ব লাদাখ সেক্টরে সীমান্ত সংক্রান্ত সমস্যাটি ঝুলে রয়েছে। তবে  বৃহস্পতিবারের ভারত-চিন বৈঠকের পর জিনপিং সরকারের প্রতিনিধির দাবি , ভারত-চীন সীমান্ত পরিস্থিতি মোটের উপর স্থিতিশীল। এই পরিস্থিতিতে উভয় পক্ষেরই উচিত, বর্তমান পরিস্থিতির গুরুত্ব যৌথভাবে অনুধাবন করে, সীমান্তে স্থায়ী শান্তি বজায় রাখার জন্য চুক্তির শর্তগুলিকে আরও ঠান্ডা মাথায় এবং কঠোরভাবে মেনে চলা। শুক্রবার ভারত চিন আলোচনার পর এই বৈঠক সংক্রান্ত বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই বৈঠকের আলোচ্য বিষয়গুলি জানানো হয়েছে। গোয়ার বেনৌলিমে বৈঠকটি হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!