Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • ফেব্রুয়ারি ২৮, ২০২২

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে অস্কারজয়ী হলিউড তারকা শন পেন, কিন্তু কেন?

আরম্ভ ওয়েব ডেস্ক
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে অস্কারজয়ী হলিউড তারকা শন পেন, কিন্তু কেন?

রুশ সেনার ইউক্রেন অভিযানের আজ পঞ্চম দিন। পরাক্রমণ রাশিয়া কাছে মাথা নত করতে রাজি নয় ইউক্রেন। ইউক্রেনের যোদ্ধারা বীরের মতো যুদ্ধ চালিয়ে যাচ্ছে। যদিও দিশ্বের দ্বিতীয় বূহত্তম শক্তিধর দেশের সেনাদের সঙ্গে কতক্ষণ আটকাতে পারবে তা জানা নেই। ইতিমধ্যেই রুশ গোলায় পুড়ে ছাই বিশ্বের বৃহত্তম বিমান ‘এএন-২২৫ ম্রিয়া। । পালটা আঘাত হানছেন ইউক্রেন সেনাও। এমন পরিস্থিতিতেই প্রাণভয়ে ইউক্রেন ছাড়ছেন ভারত-সহ বিভিন্ন দেশের নাগরিকরা। আর যাঁরা ইউক্রেনের সাধারণ মানুষ, তাঁদের ঘরবাড়ি ছেড়ে বাঙ্কারে আশ্রয় নিতে হচ্ছে। যুদ্ধের এই আবহেই ইউক্রেনে রয়েছেন অস্কারজয়ী হলিউড অভিনেতা শন পেন।

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে কী করছেন অভিনেতা-পরিচালক? সূত্রে খবর, রাশিয়া ও ইউক্রেনের তথ্যচিত্র তৈরি করছেন পেন। সেই কারণেই প্রাণের ঝুঁকি নিয়ে ইউক্রেনে পৌঁছে গিয়েছেন তিনি। সেখানকার যোদ্ধাদের সঙ্গে কথা বলছেন। কিছু সাংবাদিকের সঙ্গে কথা বলেও পরিস্থিতি জানার চেষ্টা করেছেন। পাশাপাশি কথা বলেছেন সাধারণ মানুষের সঙ্গে।

রাশিয়া ও ইউক্রেনের এই যুদ্ধে বহু সাধারণ মানুষও প্রাণ হারিয়েছেন। জানা গিয়েছে, মৃতদের মধ্যে শিশুও রয়েছে। যুদ্ধের এমন ভয়াবহ পরিণামই নাকি নিজের তথ্যচিত্রে তুলে ধরতে চাইছেন শন পেন। পরবর্তীকালে যাতে গোটা বিশ্ব দেখতে পারে, যুদ্ধের ফলাফল কতটা মারাত্মক হয়।

২০০৩ সালে মুক্তি পাওয়া ‘মিস্টিক রিভার’ এবং ২০০৮ সালে মুক্তি পাওয়া ‘মিল্ক’ সিনেমায় অভিনয়ের জন্য অস্কার পান শন পেন। নানা রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে যোগ দিয়েছেন তিনি। বরাবর যুদ্ধবিরোধী হিসেবেই পরিচিত হলিউড তারকা। এর আগেও তিনি যুদ্ধ পরিস্থিতি নিয়ে তথ্যচিত্র তৈরি করেছেন। যাতে মানুষ এর ভয়বহতা চাক্ষুষ করতে পারেন এবং এর থেকে শিক্ষা নিতে পারেন। ইতিমধ্যেই ইউক্রেন সরকারের পক্ষ থেকে শনের এই উদ্যোগের প্রশংসা করা হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!