Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ২৩, ২০২৩

বড়দিন, বর্ষবরণে যোগী রাজ্যে নতুন ফতোয়া, ১৪৪ ধারা জারি লখনউয়ে, পানশালা, শপিং মলে প্রবেশেও কঠোর বিধি, না মানলেই সাজা

আরম্ভ ওয়েব ডেস্ক
বড়দিন, বর্ষবরণে যোগী রাজ্যে নতুন ফতোয়া, ১৪৪ ধারা জারি লখনউয়ে, পানশালা, শপিং মলে প্রবেশেও কঠোর বিধি, না মানলেই  সাজা

যোগী রাজ্যে বড়দিন ও নববর্ষে নতুন ফতোয়া। বড়দিন এবং বর্ষবরণে বড় জমায়েতে করতে দেওয়া হবে না উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ে। ১০ দিনের জন্য লখনউয়ে জারি করা হল ১৪৪ ধারা। ২৪ ডিসেম্বর, রবিবার থেকে এই নিয়ম কার্যকর করছে লখনউ পুলিশ। চলবে আগামী ২ জানুয়ারি পর্যন্ত। লখনউ পুলিশের তরফে জানানো হয়েছে, বড়দিন এবং বর্ষবরণে শান্তিশৃঙ্খলা বজায় রাখতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এই বিধি না মানলেই কড়া পদক্ষেপ করবে লখনউ পুলিশ।

১৪৪ ধারা জারি থাকার জন্য লখনউয়ের শপিং মল, পানশালা, রেস্তরাঁ, হোটেল-সহ অন্যান্য জায়গায় জমায়েতের উপরেও বিধিনিষেধ জারি হয়ে গেল। ১৪৪ ধারা মেনে নির্দিষ্ট সংখ্যক মানুষই প্রবেশ করতে পারবেন এই সব জায়গায়। লখনউ পুলিশ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে, ২৪ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি, এই ১০ দিন লখনউতে ১৪৪ ধারা জারি থাকছে। রাজধানীর আইনশৃঙ্খলা বজায় রাখতেই এই পদক্ষেপ।

পুলিশের তরফে ওই  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “কোনও জায়গার যা ধারণ ক্ষমতা, তার থেকে বেশি মানুষ জনকে টিকিট বা প্রবেশ করতে দেওয়া যাবে না। সেই অনুষ্ঠান কোনও প্রেক্ষাগৃহের ভিতরে হোক বা বাইরে, নিয়ম একই থাকবে। হোটেল, শপিং মল, পানশালা, রেস্তরাঁ, অন্য জায়গায় শব্দ নিয়ন্ত্রিত রাখতে হবে, যাতে অন্যের সমস্যা না হয়। সেই দায়িত্ব বর্তাবে সেখানকার মালিক এবং আয়োজকদের উপর।’’ বিজ্ঞপ্তিতে এটাও উল্লেখ করা হয়েছে, এই নিয়ম যাঁরা মানবেন না, তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪৪ ধারা লঙ্ঘনের জন্য যে শাস্তির বিধান আছে সেই  শাস্তি হবে । এই নোটিস হোটেল, পানশালা, শপিং মলের বাইরে লাগিয়ে রাখতে হবে এবং তা মেনে চলতে হবে। এই দায়িত্ব হোটেল, পানশালা, শপিং মল কর্তৃপক্ষেরই নিতে হবে। পুলিশের তরফে আরও জানানো হয়েছে, স্থায়ী এবং অস্থায়ী লাইসেন্স পেয়েছে যে সব পানশালা, তাদেরও এই  সব নিয়ম মেনে চলতে হবে। নির্দিষ্ট সময়ের পর আর সেই পানশালা খোলা রাখা যাবে না।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!