শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব, যা চলবে আগামী ৬ এপ্রিল পর্যন্ত। সূত্রের খবর, লোকসভা এবং রাজ্যসভার অধিবেশনে মোট ৩৩টি বিল পাস হওয়ার অপেক্ষায় রয়েছে। এর মধ্যে রাজ্যসভায় পাস হওয়ার অপেক্ষায় রয়েছে ২৬টি বিল। এছাড়া লোকসভাতে পাস হওয়ার অপেক্ষায় ৯টি বিল।
মাল্টি স্টেট কো-অপারেটিভ সোসাইটিস সংশোধনী বিল, ২০২২ এবং জনবিকাশ বিলটি বর্তমানে খতিয়ে দেখছে প্যানেল। মাল্টি স্টেট কো-অপারেটিভ সোসাইটিস সংশোধনী বিল সম্পর্কে সংসদের চলতি অধিবেশনে রিপোর্ট পেশ হওয়ার কথা। এছাড়া তালিকায় রয়েছে ২০২১ সালের দি বায়োলজিক্যাল ডাইভার্সিটি সংশোধনী বিলও। প্রসঙ্গত, সংসদের যৌথ কমিটি ইতিমধ্যেই এই বিলটি খতিয়ে দেখেছে।
সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার সংসদের চলতি অধিবেশনে পেশ করতে পারে পার্সোনাল ডাটা প্রোটেকশন বিল। এই বিলটি শীঘ্রই কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন পেতে পারে। অন্যদিকে, লোকসভায় ইতিমধ্যেই পাস হওয়া তিনটি বিল যেমন, ২০১৯ সালের ইন্টারস্টেট রিভার ওয়াটার ডিসরাপ্টস সংশোধনী বিল এবং ২০২২ সালের তফশিলি জাতির তৃতীয় সংশোধনী বিল ও তফশিলি জাতির পঞ্চম সংশোধনী বিল এখন রাজ্যসভায় পেশের অপেক্ষায়। প্রসঙ্গত, রাজ্যসভার ভাইস-চেয়ারম্যান তথা দেশের উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় ইতিমধ্যেই ৯টি দলের সাংসদদের সঙ্গে বৈঠক করেছে্ন যাতে বিল পেশের প্রক্রিয়া নির্বিঘ্ন সম্পন্ন হয়। উপ-রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে হাজির ছিলেন কংগ্রেস সাংসদ পীযূষ গোয়েল, জয়রাম রমেশ থেকে শুরু করে টিডিপি নেতা রবীন্দ্র কুমার, জেডিইউ নেতা রামনাথ ঠাকুর, শিবনেতা নেতা সঞ্জয় রাউথ প্রমুখ।
যদিও সোমবার দ্বিতীয় পর্বের বাজেট অধিবেশনের শুরুতে কেমব্রিজে রাহুল গান্ধির মন্তব্যের বিরোধিতা করে বিজেপি।প্রত্যুত্তরে ওয়েলে নেমে বিক্ষোভ দেখায় কংগ্রেস সহ বিরোধী সাংসদরা। এরপর অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন কংগ্রেস সাংসদরা। দুপুর দুটো পর্যন্ত সাময়িক ভাবে মুলতুবি হয়ে যায় রাজ্যসভা এবং লোকসভার অধিবেশন। বিরতির পর রাজ্যসভার চেয়ারম্যান জগদীশ ধনকর ফের সংসদের অধিবেশন শুরুর চেষ্টা করলেও, শাসক বিরোধী হট্টগোলে আজকের মতো সংসদ অধিবেশন মুলতুবি ঘোষণা করেন ধনকর।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34