- প্রচ্ছদ রচনা স | হ | জ | পা | ঠ
- জানুয়ারি ১১, ২০২৩
দ্বিতীয় পৃথিবীর সন্ধান পেল নাসা, পৃথিবীর মতই জল ও পাথুরে ভূপ্রকৃতি। প্রাণের অস্তিত্ব নিয়ে তৈরি হয়েছে জল্পনা

শত আলোক বর্ষ দূরে রয়েছে নতুন পৃথিবী। নাসার সাম্প্রতিক মহাকাশ গবেষণায় উঠে আসা তথ্য ঘিরে বৈজ্ঞানিক মহলে দেখা দিয়েছে চাঞ্চল্য।
ব্রহ্মাণ্ডে নিজেদের একমাত্র বুদ্ধিমান প্রাণী বলে দাবি করা মানব প্রজাতি কি এবার তার নতুন প্রতিদ্বন্দ্বী খুঁজে পাবে? নাসার সাম্প্রতিক গবেষণালব্ধ তথ্যে অন্তত তেমনই ইঙ্গিত। মঙ্গলবার নাসা জানিয়েছে যে পৃথিবীর বাইরে মহাকাশে থাকা ট্রান্সিটিং এক্সো প্ল্যানেট স্যাটেলাইট থেকে পাওয়া চিত্র অনুযায়ী তারা টিওআই-ই নামে একটি গ্রহের সন্ধান পেয়েছেন। উল্লেখ্য নাসা জানাচ্ছে ডোরাডো নক্ষত্রপুঞ্জের টিওয়াই ৭০০ নক্ষত্রকে কেন্দ্র করে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে বেশ কয়েকটি গ্রহ। ইতিপূর্বেই টিওআই-বি,টিওআই-সি, টিওআই-ডি নামক গ্রহগুলোর সন্ধান পেয়েছিল নাসা। যাদের মধ্যে একটি টিওআই-বি হল পৃথিবীর আয়তনের ৯০%।
২০২০ সালে নাসার বিজ্ঞানীরা পৃথিবীর মত একটি গ্রহের কথা জানতে পারেন যার নাম দেন তারা টিওআই-ডি। যেটি টিওআই নক্ষত্রকে ৩৭ দিনে প্রদক্ষিণ করে। গ্রহগুলোতে নিজের অক্ষের চারদিকে আবর্তনের সংখ্যা বেশ কম। একবার নক্ষত্রটির চারদিকে পরিক্রমণের সময় সেটি নিজের অক্ষের চারপাশে আবর্তন করে ফলে এর একটি দিক টিওয়াই ৭০০ এর দিকেই মুখ করা থাকে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা।
প্রাণের অস্তিত্ব কি নতুন গ্রহ টিওআই-ই তে সম্ভব ? সদুত্তর দিতে পারেনি নাসা। পরিবর্তে তারা জানিয়েছে, টিওয়াই ৭০০ নক্ষত্র যদি আরও খানিকটা কাছে আসে তাহলে সামনের বছরই টিওআই-ই গ্রহটিকে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে পাবেন তারা। তখন আরও তথ্য পেলে এ ব্যাপারে প্রশ্নের উত্তর দিতে পারবেন বলে জানালেন নাসার গবেষক বিজ্ঞানীরা।
❤ Support Us