Advertisement
  • দে । শ
  • আগস্ট ৭, ২০২৪

বসিরহাট ‌সীমান্তে কড়া নজরদারি পুলিশ –‌ বিএসএফের। নদীতেও টহল।

আরম্ভ ওয়েব ডেস্ক
বসিরহাট ‌সীমান্তে কড়া নজরদারি পুলিশ –‌ বিএসএফের। নদীতেও টহল।

বিএসএফ ও জেলা পুলিশ যৌথ পাহারায় বসিরহাটের সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা আঁটোসাটো । সবসময় তৎপর বিএসএফ জওয়ানরা। বাড়ানো হয়েছে সীমান্ত চৌকি। উত্তর ২৪ পরগনার সুন্দরবন এলাকায় হাই অ্যালার্ট জারি রয়েছে। টাকির ইছামতী , হিঙ্গলগঞ্জ ও হেমনগর উপকূল এলাকায় রায়মঙ্গল, কালিন্দী, গৌড়েশ্বর নদীর ওপর বিএসএফের টহল চলছে। ভাসমান বিওপি রয়েছে টাকি , হেমনগরে। সোমবার বিএসএফের পদস্থ আধিকারিকরা সুন্দরবন লগোয়া সীমান্ত এলাকা ঘুরে গেছেন । সুন্দরবন এলাকার টি পয়েন্টে পরিদর্শন করেন। সেখানে মোতায়েন ভাসমান বিওপির ব্যাটেলিয়ানকে জলসীমার দায়িত্ব অবহিত করে জরুরী নির্দেশ দিয়েছেন বিএসএফের পদস্থ কর্তারা। সেই মত জলসীমায় নজরদারি বাড়ানো হয়েছে। স্বরূপনগরের সোনাই নদীতে বিএসএফ নৌকায় টহল দিচ্ছে। বসিরহাট জেলা পুলিশ ও বিএসএফ যৌথভাবে সীমান্তর গ্রাম গুলিতে নজর রাখছে। এদিকে আজ বসিরহাটের ঘোজাডাঙা স্থলবন্দর দিয়ে দু’‌দেশের মধ্যে তুলায় কম পণ্য আমদানি রপ্তানি চলেছে। তবে ভারতীয় সীমান্ত বিএসএফের তৎপরতা যত কড়া বিশেষ সূত্রে জানা গেছে, বাংলাদেশের সীমানায় বিবিজির গা ছাড়া ভাব। অনেক এলাকায় বিবিজির জওয়ানদের অন্য সময়ের মত চোখে পড়ছে না বলে সীমান্ত এলাকার মানুষ জানিয়েছেন। বাংলাদেশের দিকে সীমা পাহারায় শিথিলতা চিন্তার কারণ। যেভাবে বাংলাদেশ অস্থিরতা চলছে তাতে যে কোন সময় ওপারের থেকে মানুষ ভারতীয় ভুখন্ডে ঢুকে পড়তে পারে আশ্রয়ের জন্য। যদিও অনুপ্রবেশ ঠেকাতে বিএসএফের ওপর সীমান্ত সুরক্ষায় গুলির নির্দেশ রয়েছে। কাঁটাতারের বরাবর সীমান্ত রাতেও সজাগ বিএসএফ জওয়ানরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!