- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- নভেম্বর ২৪, ২০২২
কলরবে মুখরিত চারুকলা উৎসব।সম্মানিত চিত্রকর বিমান বিহারী

চারুকলা উৎসবে বিশেষ সম্মান জানানো হল চিরতরুণ চিত্রশিল্পী বিমান বিহারী দাসকে। শিল্পীকে সম্মান জানিয়ে উদ্বুদ্ধ বোধ করছেন তাঁর সমসাময়িক আর অনুজ চিত্রকরেরা। পুলকিত বিমানবিহারী বলেছেন, শিল্পীদের প্রতি সমাজিক দায়বদ্ধতা বাড়ছে। আশা করি, নবীন-প্রবীন শিল্পীদের সঙ্গে সামাজের যোগাযোগ আরও বাড়বে। উৎসাহিত হবেন, তরুণ প্রজন্মের শিল্পীরা।
এভাবে সম্মান প্রর্শন, আড্ডা, চিত্রকর্ম অন্যান্য শিল্পসামগ্রীর প্রদর্শনীতে জমে উঠেছে চারুকলা উৎসব। কলকাতয় যে সব মহৎমেলা, গত কয়েক বছর ধরে শুরু হয়েছে, চারুকলা উৎসবের স্থান তার শীর্ষ তালিকায়। খরা গাঙ্গে জোয়ার উঠেছে, শিল্পীরা উজ্জীবিত।
হালকা শীতে আর রঙের উচ্ছ্বাসে রবীন্দ্রসদন এই মুহূর্তে মুখরিত। ভিড় বাড়ছে। রাজ্যের সব জেলার শিল্পীরা তাঁদের কারুকৃৎ নিয়ে সমবেত রবীন্দ্রসদন চত্বরে যেখানে শিল্পী আর তাঁদের গুণগ্রাহীরা ব্যস্ত আড্ডায়, সৃজনের কোলাহলে।
❤ Support Us