- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ৯, ২০২৪
আজ সিনিয়র চিকিৎসকদের সিজিও কমপ্লেক্স অভিযান, রায়গঞ্জ হাসপাতালে অনশন
আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় ২ মাস অতিক্রান্ত। সোমবার শিয়ালদহ আদালতে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। অভিযুক্ত হিসেবে একমাত্র দেখানো হয়েছে সঞ্জয় রায়কে। সিবিআইয়ের জমা দেওয়া চার্জশিটে খুশি নন জুনিয়র চিকিৎসকরা। এমনকী, তদন্তের অগ্রগতিতেও। এই পরিস্থিতিতে আজ সিবিআইয়ের দফতর ঘেরাও অভিযানের ডাক দিয়েছেন চিকিৎসকরা। অন্যদিকে, মহিলা চিকিৎসক ও নার্স নিগ্রহের ঘটনায় রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আমরণ অনশন শুরু করেছেন জুনিয়র ও সিনিয়র ডাক্তাররা।
এর আগে ২০ সেপ্টেম্বর সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। আর আজ ডাক দিয়েছেন সিনিয়র চিকিৎসকরা। সিনিয়র চিকিৎসক ও নার্সদের তিনটি সংগঠনের পক্ষ থেকে সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দেওয়া হয়েছে। সল্টলেকের করুণাময়ী থেকে এই মিছিল শুরু হবে। সোমবার আর জি কর কাণ্ডে শিয়ালদহ আদালতে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জমা দেওয়া সেই চার্জশিট নিয়ে প্রশ্ন তুলেছেন সিনিয়র চিকিৎসকরা। তাঁদের বক্তব্য, ‘৫৫ দিন ধরে তদন্ত করার পর সিবিআই চার্জশিটে জানিয়েছে, ধর্ষণ ও খুনের ঘটনা ঘটিয়েছে সঞ্জয় রায় একা। অথচ ময়নাতদন্তের রিপোর্টে একাধিকজনের উপস্থিতির ইঙ্গিত দিয়েছিল। সিবিআইয়ের এই চার্জশিট হতাশাজনক ও হাস্যকর।’
আজ সিজিও কমপ্লেক্স অভিযানে সাধারণ মানুষকেও সামিল হওয়ার ডাক দিয়েছেন চিকিৎসকরা। এছাড়াও, আজ থেকে থেকে একগুচ্ছ নতুন কর্মসূচি নিয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। নির্যাতিতার স্মরণে আর জি কর হাসপাতালে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। পুজোর মণ্ডপে মণ্ডপে চিকিৎসকদের ১০ দফা দাবি লেখা লিফলেট বিলি করা হবে। আন্দোলনকারীদের সঙ্গে থাকবে আরজি কর এবং জয়নগরের নির্যাতিতার প্রতীকী মূর্তিও।
এদিকে, ৬ দফা দাবিতে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার রাত থেকে আমরণ অনশন শুরু করেছেন জুনিয়র ও সিনিয়র চিকিৎসকরা। সোমবার রাতে মহিলা মেডিসিন বিভাগে নার্স ও চিকিৎসকদের হেনস্থার প্রতিবাদে পুলিশের কাছে ৬ দফা দাবি পেশ করেন ডাক্তাররা। মঙ্গলবার রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল ব্যানার্জির সঙ্গে দীর্ঘ আলোচনা হয় হাসপাতালের ডাক্তার ও নার্সদের। ৬ দফা দাবি পেশ করা হয়। সেই দাবি না মানায় মঙ্গলবার রাত থেকে আমরণ অনশন শুরু করেছেন তাঁরা। দাবি না মানা পর্যন্ত অনশন চলবে বলে জানিয়েছেন।
❤ Support Us