- মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ২৬, ২০২২
অবসর ভেঙে আবার কোর্টে ফেরার ইঙ্গিত সেরেনার

চলতি বছরই পেশাদার টেনিস থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা ঘোষণা করেছিলেন সেরেনা উইলিয়ামস। আবার অদূর ভবিষ্যতে টেনিস কুইনকে দেখা যেতে পারে পেশাদার সার্কিটে। সেরেনা নিজেই সেই ইঙ্গিত দিয়েছেন। সান ফ্রান্সিসকোতে নিজের সংস্থার এক প্রচারমূলক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি এখনও অবসর নিইনি। প্রত্যাবর্তনের অনেক বেশি সম্ভাবনা রয়েছে। আপনি আমার বাড়িতে এসে দেখতে পারেন। সেখানে একটা কোর্ট রয়েছে।’
৯ আগস্ট পেশাদার টেনিস থেকে অবসর ঘোষণা করেন সেরেনা উইলিয়ামস। ৪১ বছর বয়সী টেনিস কিংবদন্তি জানিয়েছিলেন নিজের পরিবারকে এ বার সময় দিতে চান। ভোগ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে প্রথম বার নিজের অবসরের কথা জানান। সেরেনা বলেছিলেন, ‘আমি অবসর শব্দটাকে একেবারেই পছন্দ করি না। আমার কাছে এটকে কোনও আধুনিক শব্দ মনে হয়া না। আমি এটাকে পরিবর্তন হিসেবে দেখছি, তবে কোন শব্দ দিয়ে সেটাকে প্রকাশ করব সেই বিষয়ে আরও সংবেদনশীল হতে চাই। এমন কিছু একটা শব্দ যেটা আমার অবস্থানকে মানুষের সামনে ঠিক মতো তুলে ধরে।’ ইউএস ওপেন ২০২২ ছিল সেরেনা উইলিয়ামসের শেষ পেশাদার টুর্নামেন্ট।
২৩টি সিঙ্গলস গ্র্যান্ডস্ল্যাম খেতাব জিতেছেন সেরেনা উইলিয়ামস। ওপেন এরায় যা এখনও পর্যন্ত টেনিসে সর্বাধিক ব্যক্তিগত সিঙ্গলস খেতাব এবং সর্বকালের বিচারে দ্বিতীয় সর্বোচ্চ। অস্ট্রেলিয়ান ওপেন এবং উইম্বলডন ৭ বার করে জিতেছেন সেরেনা। ফরাসি ওপেন তিনি জিতেছেন ৩ বার। ৬ বার জিতেছেন ইউএস ওপেন। ১৯৯৯ সালে ইউএস ওপেন জিতে গ্র্যান্ড স্ল্যামের খাতা খোলেন সেরেনা। তাঁর কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যামটি জিতেছিলেন ২০১৭ সালে অস্ট্রেলিয়ান ওপেনে। এ ছাড়া ২০০০, ২০০৮, ২০১২ অলিম্পিকে সোনা জিতেছেন সেরেনা। ডবলসে ৪ বার জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন, ২ বার জিতেছেন ফরাসি ওপেন, ৬ বার জিতেছেন উইম্বলডন, ২ বার ইউএস ওপেন। মিক্সড ডবলসে এক বার উইম্বলডন এবং ইউএস ওপেন জিতেছেন তিনি।
❤ Support Us