শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
শেষ হল ১৮ বছরের বর্ণময় আন্তর্জাতিক ফুটবল জীবন। আর দেশের জার্সিতে খেলতে দেখা যাবে না সার্জিও র্যামোসকে। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন স্পেনের এই ডিফেন্ডার। যদিও ক্লাব ফুটবল খেলবেন।
২০১০ বিশ্বকাপজয়ী স্পেন দলের সদস্য ছিলেন সার্জিও র্যামোস। এছাড়া ২০০৮ এবং ২০১২ সালে স্পেনকে ইউরো কাপে চ্যাম্পিয়ন করার ব্যাপারেও দুর্দান্ত ভূমিকা পালন করেছিলেন। জাতীয় দলের হয়ে শেষ খেলেছিলেন ২০২১ সালের মার্চ মাসে। তারপর তাঁকে জাতীয় দল থেকে ছেঁটে ফেলেন স্পেনের প্রাক্তন কোচ লুই এনরিকে। গত বছর কাতার বিশ্বকাপেও তিনি দলে সুযোগ পাননি। নতুন কোচ লুই দে লা ফুয়েন্তে ৩৬ বছর বয়সী র্যামোসকে জানিয়ে দেন, তাঁকে আর জাতীয় দলে ভাবছেন না। বর্তমান কোচের কাছ থেকে বার্তা পেয়েই অবসরের সিদ্ধান্ত র্যামোসের।
২০০৫ সালে স্পেনের জাতীয় দলের হয়ে অভিষেক হয় সার্জিও র্যামোসের। দেশের জার্সি গায়ে তিনি ১৮০ টি ম্যাচ খেলেছেন। সোশ্যাল মিডিয়ায় অবসরের জানিয়েছেন এই স্প্যানিশ ডিফেন্ডার। র্যামোস লিখেছেন, ‘আমাদের সবার প্রিয় স্পেনের জাতীয় দলকে বিদায় জানানোর সময় এসেছে। আজ সকালে আমি স্পেনের বর্তমান কোচের কাছ থেকে ফোন পেয়েছিলাম। তিনি বলেছিলেন, আমাকে আর জাতীয় দলে ভাবছেন না। আমি যেন নিজের সিদ্ধান্ত নিতে পারি। তাই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাচ্ছি।’
র্যামোস আরও লিখেছেন, ‘আমি নিজেও মনে করি আমার ফুটবল জীবন শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। কারণ আমার পারফরমেন্স জাতীয় দলে খেলার মত আর নেই। তরুণ ফুটবলারদের সঙ্গে পাল্লা দেওয়ার মতো দক্ষতা আমার আর নেই। অবিস্মরণীয় স্মৃতি নিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়াচ্ছি। আমি যেভাবে দেশের হয়ে লড়াই করেছি তাতে গর্বিত। যারা আমার পাশে থেকেছেন, আমার ওপরে ভরসা রেখেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ।’
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34