- দে । শ মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ২, ২০২৩
অনুমতি দিল না যোগী সরকার, বাতিল ব্রিজভূষণের ‘জন চেতনা মহা র্যালি’

তাঁর বিরুদ্ধে আন্দোলনের অভিমুখ ঘোরাতে ৫ জুন অযোধ্যায় ‘জন চেতনা মহা র্যালির’ ডাক দিয়েছিলেন যৌন হেনস্তায় অভিযুক্ত ভারতীয় কুস্তি সংস্থার প্রেসিডেন্ট তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং। হিন্দুত্বের তাসকে অস্ত্র করে এই মিছিলের ডাক দিয়েছিলেন। কিন্তু প্রশাসনের অনুমতি না পাওয়ায় সেই মিছিল বাতিল করে দিয়েছেন।
মথুরা, অযোধ্যাসহ উত্তর ভারতের সাধু–সন্তদের নিয়ে এই ‘জন চেতনা মহা র্যালি’র পরিকল্পনা করেছিলেন ব্রিজভূষণ শরণ সিং। তাঁর পাশে দাঁড়ানোর জন্য সাধুদের দ্বারস্থ হয়েছিলেন। গোটা উত্তর ভারতকে তাঁর আয়োজিত মহা মিছিলে পা মেলানোর আহ্বান জানিয়েছেন ব্রিজভূষণ। কিন্তু তাঁর সেই পরিকল্পনা বাতিল হয়ে গেল। অযোধ্যা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মিছিলের অনুমতি দেওয়া হয়নি।
সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় ব্রিজভূষণ শরণ সিং বলেছেন, ‘আমি সমসময় বিভিন্ন জাতি, ধর্ম এবং সম্প্রদায়ের লোকদের স্থান দেওয়ার চেষ্টা করেছি। এই কারণে বিরোধীরা মিথ্যা অভিযোগ করছে। কিছু রাজনৈতিক দল এবং বিভেদকামী শক্তি বিভাজনের চেষ্টা করছে। এই পরিস্থিতিতে আগামী ৫ জুন সন্তদের র্যালি স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশে পুলিশ যৌন হেনস্থা কাণ্ডের তদন্ত করছে, তাই আগামী কয়েকদিনের জন্য অযোধ্যায় ঘোষিত জন চেতনা র্যালি স্থগিত রাখা হল।’
মিছিল স্থগিত করার সিদ্ধান্ত নিলেও তাঁকে সমর্থন করার জন্য সাধু–সন্তদের ধন্যবাদ জানিয়েছেন ব্রিজভূষণ শরণ সিং। কয়েকদিন আগে সাধুরা সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন, পসকো আইন স্বার্থবাদী লোকেরা ব্যবহার করছে। ইতিমধ্যে, আন্দোলনকারী কুস্তিগিরদের সমর্থনকারী খাপ পঞ্চায়েতগুলির প্রধানরাও অযোধ্যার সাধু ও সন্তদের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছিলেন, যারা ব্রিজভূষণ শরণ সিংকে সমর্থন করছেন।
❤ Support Us