- এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
- মে ৮, ২০২৩
‘কেরালা স্টোরি’-পাশে দাঁড়িয়ে শিল্পের স্বাধীনতার পক্ষে সওয়াল তুললেন শাবানা
কেরালা স্টোরি বিতর্কে এবার মুখ খুললেন বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। জোরালো ভাবে নিজের অবস্থান ব্যক্ত করলেন শিল্পের স্বাধীনতার পক্ষে। টুইট বার্তায় তিনি জানান, আমির খানের লাল সিং চাড্ডা হোক বা কেরালা স্টোরি— কোনো সিনেমা সেন্সর বোর্ড কর্তৃক প্রদর্শনের উপযুক্তরূপে শংসাপত্রে পেলে তা বাতিল করা যায় না। সেই অতি সাংবিধানিক অধিকার কারোর নেই। নাম না করে, চলচ্চিত্র নিষিদ্ধকরণ প্রসঙ্গে রাজ্যের বাম সরকার ও কংগ্রেসের তৎপরতা নিয়ে সমালোচনা করলেন পাঁচ বারের জাতীয় পুরস্কার বিজয়িনী।
Those who speak of banning #The Kerala Story are as wrong as those who wanted to ban Aamir Khan’s #Laal Singh Chaadha. Once a film has been passed by the Central Board of Film Certification nobody has the right to become an extra constitutional authority .
— Azmi Shabana (@AzmiShabana) May 8, 2023
দশটি দৃশ্য বাদ দিয়ে শুক্রবার মুক্তি পেয়েছে সুদীপ্ত সেন পরিচালিত কেরল স্টোরি । ছবি ট্রেলার মুক্তির পর থেকেই বিতর্ক ছিল নিত্যসঙ্গী বিশেষত, ৩২০০০ হাজার মেয়ের ধর্মান্তরিত হয়ে আইএসআইএসের সন্ত্রাসবাদী কার্যকলাপে লিপ্ত হওয়া নিয়ে। এ পরিসংখ্যানের উৎস নিয়ে সংশয় দেখা দেয়। পরিচালক তাঁর নিজস্ব যুক্তি পরিবেশন করলেও তা যথাযথ নয় মনে করে কেরলের এলডিএফ সরকার সিনেমা প্রদর্শনের স্থগিতাদেশ জারি করার জন্য হাইকোর্টে আপীল করে।কেরল সরকারের বক্তব্য, একটি নির্দিষ্ট সম্প্রদায় সম্পর্কে ঘৃণা ছড়াতে ও রাজ্যের সম্প্রীতির পরিবেশ নষ্ট করতে এমন ছবি বানানো হয়েছে। এমন ছবি মুক্তি পেলে সমাজে বিদ্বেষ ও হিংসা বাড়বে।
উচ্চ আদালত এ আবেদন খারিজ করে জানায়, ছবির মধ্যে এমন কিছু নেই যা কোনো সম্প্রদায়কে হীন বলে প্রতিপন্ন করে। সবথেকে বড়ো কথা,সেন্সর বোর্ড পুরো সিনেমা দেখে সাধারণ মানুষের দেখার উপযুক্ত বলে মনে করেছে তাই ছাড়পত্র দিয়েছে। এর ওপর কোনো প্রশ্ন তোলা যায় না। শাবানাএ টুইটেও দেখা গেল আদালতের রায়ের প্রতিধ্বনি। তিনিও অনুরূপ মন্তব্য করেন। কয়েকদিন আগে কংগ্রেস সাংসদ শশী থারুরও কেরালা স্টোরির সমালোচনা করে ফিল্ম নিষিদ্ধ করার পক্ষে মত জানিয়েছিলেন । কোনো কিছুর বিনিময়ে শিল্পীর স্বাধীনতাকে যে খর্ব করা যায় না, তা বার বার রাষ্ট্রকে জানতে চান গণতন্ত্রপ্রেমী মানুষ। শশী হোক, বা শাবানা এ চিত্রে ব্যতিক্রম বড়োই বিরল।
❤ Support Us