- এই মুহূর্তে
- সেপ্টেম্বর ৩, ২০২২
মন্ত্রীর রুচিহীন কটাক্ষে বিদ্ধে শাবানা, জাভেদ, নাসিরুদ্দিন

শাবানা আজমি, জাভেদ আখতার, নাসিরুদ্ধিন শাহ–র মতো প্রশ্নহীন দেশপ্রেমিকদেরও রেহাই নেই। সুযোগ পেলেই, কারণ–অকারণে তাঁদের কটাক্ষ করছেন বিজেপি–র নেতামন্ত্রীরা। এসব আচরণকে বিস্ময়করভাবে নীরবতায় মেনে নিচ্ছেন কেন্দ্রীয় শাসকরা। প্রকারান্তরে প্রশ্রয় দিচ্ছেন উসকানির রাজনীতিকে। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র বলেছেন, শাবানা, জাভেদ আর নাসিরুদ্ধিন টুকরো টুকরো গ্যাং–এর স্লিপার সেল।
রাজস্থানে কানহাইয়া লালকে হত্যা করলে কিংবা ঝাড়খণ্ডে আমাদের বোনকে আগুনে পুড়িয়ে মারলে এদের যায় আসে না। ওঁরা চুপ থাকেন। কিন্তু বিজেপি রাজ্যগুলিতে কিছু ঘটলেই ওঁরা জ্বলে ওঠেন। বিজেপি শাসিত রাজ্যে থাকতে ভয় পান নাসিরুদ্দিন। এরপরেও নিজেকে ধর্মনিরপেক্ষ দাবি করেন অভিনেতা। এঁদের স্বরূপ জেনে গেছে মানুষ। শুক্রবার এই মন্তব্য করেছেন নরোত্তম। তাঁর অনুত্তম কটাক্ষে নিন্দা বইছে।
❤ Support Us