Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • জুলাই ৫, ২০২২

২৭ বছর পর আবার একই ছবিতে শাহরুখ-সলমন!

আরম্ভ ওয়েব ডেস্ক
২৭ বছর পর আবার একই ছবিতে শাহরুখ-সলমন!

‘করণ-অর্জুন’ ছাড়া আর কোনও সম্পূর্ণ ছবিতেই দুই নায়ক হিসাবে স্ক্রিনশেয়ার করেননি শাহরুখ-সলমন। অথচ এই দুই অভিনেতার কাজে মুগ্ধ ফ্যানেরা। গুনমুগ্ধরা বরাবরই এই দুই অভিনেতাকে এক সঙ্গে একই ছবিতে দেখতে চান। এবার শোনা যাচ্ছে, অনুরাগীদের ইচ্ছেপূরণ করতে চলেছেন দুই তারকা। খুব শীঘ্রই যশরাজ ফিল্মসের ব্যানারে পর্দায় ফিরবেন তাঁরা। সম্প্রতি সেকথাই টুইটারে শেয়ার করেছেন ফিল্ম ক্রিটিক তরন আদর্শ। তবে এখনও কোনও চুক্তি সই করেননি তাঁরা।
ইতমধ্যেই যশরাজের ব্যানারে মুক্তির অপেক্ষায় রয়েছে চারটি ছবি- শামশেরা, পাঠান, টাইগার থ্রি ও ওয়ার টু। তারমধ্যে শাহরুখের ছবি পাঠানে ক্যামিও চরিত্রে অভিনয় করবেন সলমন এবং সলমনের ছবি টাইগার থ্রি-এ ক্যামিও চরিত্রে অভিনয় করবেন শাহরুখ খান। এরপরেই শাহরুখ-সলমনকে নিয়ে একসঙ্গে এই ছবির কাজ শুরু হবে, এমনটাই খবর। শোনা যাচ্ছে, একটি থ্রিলারের চিত্রনাট্য লিখছেন আদিত্য চোপড়া। ছবিতে পাওয়ার প্যাক অ্যাকশন করতেও দেখা যাবে দুই তারকাকে। এই ছবিতেই প্রায় দুদশকেরও বেশি সময় পর একসঙ্গে দেখা যাবে শাহরুখ ও সলমনকে। কাহিনি চিত্রনাট্যের পাশাপাশি সেই ছবি পরিচালনাও করার কথা আদিত্যর। তবে সবটাই এখনও প্রাথমিক স্তরে রয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!