Advertisement
  • এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • জুলাই ৪, ২০২৩

মার্কিন মুলুকে জখম ‘পাঠান’ ! দ্রুত হাসপাতালে। অস্ত্রোপচার সফল, শীঘ্রই কাজে ফিরবেন বলিউড বাদশাহ, মন্তব্য চিকিৎসকদের

আরম্ভ ওয়েব ডেস্ক
মার্কিন মুলুকে জখম ‘পাঠান’ ! দ্রুত হাসপাতালে। অস্ত্রোপচার সফল, শীঘ্রই কাজে ফিরবেন বলিউড বাদশাহ, মন্তব্য চিকিৎসকদের

বিদেশে শ্যুটিং করতে গিয়ে চোট পেলেন শাহরুখ খান। সংবাদ সংস্থা সূত্রে খবর, তাঁর নাকে আঘাত লেগেছে। হাসপাতালে নিয়ে  গিয়ে  অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। আপাতত কিছু দিনের বিশ্রাম । তাঁর পর আবার কাজে ফিরবেন বলিউদের বাদশাহ।

লস এঞ্জলসে নিজের আগামী প্রোজেক্টের শ্যুট করছিলেন শাহরুখ । সেখানেই আচমকা নাকে চোট পান তিনি। কিছু বুঝে ওঠার আগেই গল গল করে রক্ত পড়তে দেখা যায়। আতঙ্কিত ইউনিট সদস্যরা সঙ্গে সঙ্গে কাজ বন্ধ করেন ও অভিনেতাকে কাছের এক হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। সেখানে চিকিৎসকদের পরামর্শে হলে তাঁকে ওটিতে নিয়ে যাওয়া হয়। সফল অস্ত্রোপচারের পর ক্ষতস্থানে ব্যাণ্ডেজ নিয়ে তাকে বেরিয়ে আওতে দেখা যায়। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, খুব বড়ো কোনো বিপদ ঘটেনি আপাতত তিনি বিপদমুক্ত।

শাহরুখের ভালো থাকার খবরে স্বস্তিতে তাঁর অনুরাগীরা। বলা বাহুল্য,  ছবির সেটে জখম হওয়া তাঁর জীবনে প্রথম নয়। ‘ফ্যান’ছবির শ্যুটিং করতে গিয়ে প্যাটেলা ভেঙে গিয়েছিল তাঁর।   তারো আগে আইপিএলের  সময়  হাত ভেঙে গিয়েছিল তাঁর । এছাড়াও  পাঁজরে, হাঁটুতে ও পিঠে বহুবার আঘাত পেয়েছেন। আঘাত নিয়েও  আইপিএল -এর প্রচার সেরেছেন একসময়। কাজের প্রতি ঐকান্তিক নিষ্ঠাই তাঁকে ফিরিয়ে এনেছে কর্মক্ষেত্রে।  এবারও তাঁর ব্যতিক্রম হবে না। বলা বাহুল্য  চলতি বছরে তাঁর আরও দুটো ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। অ্যাটলির পরিচালনায় সেপ্টেম্বরে মুক্তি  পাবে  ‘জওয়ান’। যেখানে নয়নতারার সঙ্গে তাঁকে অভিনয় করতে দেখা যাবে।  এছাড়াও বছর শেষে   প্রেক্ষাগৃহে  আসপ্তে পারে  ‘ডাঙ্কি’ । যেখানে  প্রথমবার পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে কাজ করবেন তিনি। এই ছবিতে শাহরুখের  বিপরীতে  অভিনেত্রী তাপসী পন্নুও কাজ করার কথা রয়েছে। তাই  স্বমহিমায় ‘কিং খান’-এর প্রত্যাবর্তন সময়ের অপেক্ষা মাত্র ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!