- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- নভেম্বর ২, ২০২১
স্বপ্নের ফেরিওয়ালা শাহরুখ খানের আজ জন্মদিন
স্বপ্নের নায়ককে এক ঝলক দেখার জন্য তাঁর অনুরাগীদের ঢল নেমেছে মন্নতের সামনে। কলকাতায় বসে বাদশার উদ্দেশ্যে খোলা চিঠি রাহুলের

মায়ানগরী মুম্বইয়ে, একটা সামান্য নামকে নেমপ্লেট করে তোলার যুদ্ধ নিতান্তই সহজ নয়, কেউ সফলতা পান কেউ আবার হারিয়ে যান কালের নিয়মে। তাই প্রতিভা থাকা সত্ত্বেও স্বপ্ন দেখার সাহস পান না অনেকেই। দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা সেইসব যুবাদের যিনি এই স্বপ্ন দেখার সাহস যোগান, সেই ফিলগুড স্বপ্নের ফেরিওয়ালার নাম ‘শাহরুখ খান’। আজ তাঁর ৫৬তম জন্মদিন। সেই সকাল থেকেই অনুরাগীদের ভিড় জমতে শুরু করেছে মুম্বইয়ের বিলাসবহুল ‘মন্নত’-এর সামনে। যদি এক ঝলক দেখা যায় মনের মানুষের। কারণ আজও মধ্যবিত্তের স্বপ্ন দেখার সাহসের নাম শাহরুখ খান। তারই মধ্যে কলকাতার বুকে বসে ‘বাদশা’-র জন্মদিনে তাঁকে খোলা চিঠি লিখে মনের কথা জানালেন তাঁর একনিষ্ঠ ‘অনুরাগী’ রাহুল বন্দ্যোপাধ্যায়।
আশ্চর্য তাঁর খোয়াবনামা। অধিবাস্তব তাঁর জীবন কাহিনি। ভারতীয় সিনেমার ইতিহাসে তাঁর অতি সাধারণ নামকে স্বর্ণাক্ষরে লিখেছেন দিল্লির মধ্যবিত্ত পরিবারের এই ছেলে, যা এখন অস্বীকার করার ক্ষমতা ইতিহাসেরও নেই। শাহরুখ খানের একটি ছবি পোস্ট করে খোলা চিঠি লিখলেন । ক্যাপশন শুরু করেছেন, ‘শ্রদ্ধেয় স্যার’ বলে। প্রথমেই উল্লেখ করেছেন শাহরুখ খানের জীবনের এযাবৎকালের সবচেয়ে টালমাটাল অধ্যায়ের কথা। ‘না আমি এমন কিছু বলবো না যাতে মনে হবে আরিয়ান একজন নায়ক। বরং উল্টোটাই,ওর উচিৎ ছিল আপনার লড়াই কে মর্যাদা দেওয়ার। ওর উচিৎ ছিল মনে রাখার ও কার ছেলে। কিন্তু খুব যে ঘৃণা করব তারই বা উপায় কোথায়? নিজেও তো নেশা কম করিনি,এবং নেশা করেছি বলেই জানি যা রিক্রিয়েশন হিসেবে শুরু হয় তা ক্রমশ রোগ হয়ে ওঠে অজান্তে।’ অভিমানী রাহুল দোষও দিয়েছেন কিং খানকে। তাঁর মতে, ‘কিন্তু স্যার দোষ আপনার,আপনি দিল্লী থেকে এসে এতকিছু ক্যানো করলেন? আমার মতো সাধারণ দেখতে মানুষদের মাথায় ক্যানো ঢোকালেন “তোমরাও পারো”….ক্যানো নিজের প্রত্যেকটা সাক্ষাৎকার এর মধ্যে দিয়ে আমার মধ্যে ঢোকালেন “নলেজ ইজ পা্ওয়ার”…আজ একটা বিজয়গড় এর ছেলে শুধু নিজের মেধা দিয়ে একটা জায়গা করে নিয়েছে,পরিশ্রম কে নিজের পাথেয় করেছে কাকে দেখে?এতো স্পর্ধা সাধারণ মানুষকে দেওয়ার কোনো মানে হয়?আমরা থাকতাম নিচে,ফ্রন্ট রো তে,পোস্টার এর যোগ্য করে তুলেছেন শুধু আপনি। একটা বেঁটেখাটো বিজয়গড় কলোনির ছেলের স্বপ্নে এসে বলেছেন “ইয়েস ইউ আর দ্য বেস্ট “…এই যাবতীয় স্বপ্ন অস্বীকার করি কি করে বলুন?আপনি এখনো কাভি হা কাভি না এর সুনীল,হাজার স্বপ্নভঙ্গের পর যে অন্যের লাগেজ বয়ে নিয়ে যায়,আমার মতো সাধারণ ছেলেদের স্বপ্নের লাগেজ …হ্যাপি বার্থডে স্যার’।
❤ Support Us