শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
‘জওয়ান’–এর আবেগে ভাসছে ভারত। গোটা দেশে যেন উৎসবের মেজাজ। ৭ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিস তোলপাড় করে দিয়েছে শাহরুখ খানের ‘জওয়ান’। এখনও সপ্তাহ পার করেনি, ইতিমধ্যেই পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়েছে। পঞ্চম দিনেই ভেঙে দিয়েছে রেকর্ড। পাঁচ দিনেই পার করে দিল ৩০০ কোটির ব্যবসা।
১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল ‘জওয়ান’–এর অগ্রিম বুকিং। বৃহস্পতিবার ৭ সেপ্টেম্বর মুক্তির দিনেই ব্যবসা করে ৬৫.৫০ কোটি টাকার। পরের দিন ৪৬.২৩ কোটি। ৯ সেপ্টেম্বর শনিবার ছিল ৬৮.৭২ কোটির ব্যবসা। আর রবিবার ভেঙে দিয়েছিল আগের তিনদিনের রেকর্ড। ‘জওয়ান’ আয় করে ৭১.৬৩ কোটি টাকা। সোমবার পঞ্চম দিনে ঘরে তোলে ৩০.৫০ কোটি। অর্থাৎ ৫ দিনেই ৩০০ কোটি টাকার ব্যবসা। ভেঙে দিয়েছে আগের সব রেকর্ড।
‘জওয়ান’–এর আগে দ্রুত ৩০০ কোটির ঘরে পৌঁছেছিল ‘পাঠান’। ৩০০ কোটিতে পৌঁছতে লেগেছিল ৭ দিন। আর ‘গদর ২’ ৩০০ কোটিতে পৌঁছেছিল ৮ দিনে। ‘জওয়ান’ যে হারে ব্যবসা করছে খুব দ্রুত আয়ের দিক থেকে এই দুটি সিনেমাকে ছাড়িয়ে যাবে। বলিউডের সবচেয়ে বেশি আয়ের সিনেমার তকমা ছিনিয়ে নেবে জওয়ান।
অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ ৭ সেপ্টেম্বর মুক্তি পায়। দ্বৈত ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান। এছাড়াও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার, রিদ্ধি ডোগরা। বিশেষ চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন। শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছেন অক্ষয় কুমার। টুইটারে লিখেছেন, ‘উফ কী দুর্দান্ত সাফল্য! জওয়ান, পাঠান, শাহরুখকে অভিনন্দন। আমাদের ছবির হাল ফিরেছে, আর একেই বলে ফিরে আসা!’
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34