Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ২০, ২০২৩

‌৭ মাসের মধ্যে দ্বিতীয়বার বিয়ে করলেন পাক জোরে বোলার শাহিন আফ্রিদি!‌

আরম্ভ ওয়েব ডেস্ক
‌৭ মাসের মধ্যে দ্বিতীয়বার বিয়ে করলেন পাক জোরে বোলার শাহিন আফ্রিদি!‌

৭ মাসের মধ্যেই ‘‌দ্বিতীয়বার’‌ বিয়ে করলেন পাকিস্তানের তরুণ জোরে বোলার শাহিন শাহ আফ্রিদি। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। তবে কনে আলাদা নয়। আগের বিয়ে করা মেয়েকেই বিয়ে করেছেন শাহিন আফ্রিদি।
এই বছরের ফেব্রুয়ারি মাসে শহীদ আফ্রিদির মেয়ে আনসা আফ্রিদির সঙ্গে বিয়ে হয়েছিল শাহিন শাহ আফ্রিদির। করাচিতে সেই বিয়ের অনুষ্ঠান হয়েছিল ‘‌আফ্রিদি উপজাতি’‌ প্রথা অনুসারে। পরিবারের কয়েকজন সদস্য ও বন্ধুদের নিয়ে সেই বিয়ের অনুষ্ঠান হয়েছিল। মঙ্গলবার রাতে করাচিতে শহীদ আফ্রিদির বাড়িতে আবার বিয়ের অনুষ্ঠান ছিল। আগের দিন ছিল মেহেদি অনুষ্ঠান। আর মঙ্গলবার ছিল ‘‌রুখসাতি’‌। ‘‌রুখসাতি’‌ হল কন্যাদান অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বাবর আজমসহ জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার, সঈদ আনোয়ারের মতো কয়েক প্রাক্তন ক্রিকেটারও হাজির ছিলেন।
প্রিয় মেয়েকে জামাই শাহিন আফ্রিদির হাতে তুলে দিয়ে মন ভারাক্রান্ত শহীদ আফ্রিদির। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘‌আনসা আমাদের ঘর আলো করে রেখেছিল। গতকাল আমার চোখের সামনে থেকে চলে গেল। বাবার হৃদয় ভারাক্রান্ত। আশা করি, নতুন ভোরের আলো তাকে ভালো রাখবে।’‌ আগামী বৃহস্পতিবার শাহিন শাহ আফ্রিদি ও আনসা আফ্রিদির বিবাহ সংবর্ধনা অনু্ষ্ঠান হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!