- মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ১৯, ২০২২
শাহিনের ইয়র্কারে আঙুল ভাঙল গুরবাজের, ভিডিও ভাইরাল

২৩ অক্টোবর টি২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলতে নামবে পাকিস্তান। বিশ্বকাপ অভিযানে নামার আগে পাকিস্তানের মূল চিন্তা ছিল দলের সেরা জোরে বোলার শাহিন শাহ আফ্রিদিকে পাওয়া নিয়ে। টিম ম্যানেজমেন্টকে চিন্তামুক্ত করে চোট কাটিয়ে আবার স্বমহিমায় ফিরে এসেছেন শাহিন আফ্রিদি। প্রস্তুতি ম্যাচে তাঁর দুরন্ত ইয়র্কারে গুরুতর আহত হয়েছেন আফগানিস্তানের ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। গুরবাজের বাঁপায়ের আঙুলে আছড়ে পড়েছিল শাহিন আফ্রিদির দুরন্ত ইয়র্কার। পরিস্থিতি যা, তাতে বিশ্বকাপে অনিশ্চিত হয়ে পড়েছেন আফগানিস্তানের এই ওপেনার। শাহিন আফ্রিদির সেই ইয়র্কারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল রয়েছে।
এশিয়া কাপ চলাকালীন হাঁটুতে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন শাহিন আফ্রিদি। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ৭ ম্যাচের টি২০ সিরিজেও খেলতে পারেননি। টি২০ বিশ্বকাপে মাঠে নামতে পারবেন কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। অবশেষে চোট সারিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন। ব্রিসবেনে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিলেন। সেই ম্যাচে ২ ওভার বোলিং করলেও একটাও উইকেট পাননি। আফগানিস্তানের বিরুদ্ধে অবশ্য দারুণভাবে জ্বলে ওঠেন শাহিন আফ্রিদি। দুর্দান্ত বোলিং করে দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও হজরতুল্লাহ জাজাইকে আউট করেন।
শাহিন আফ্রিদির দুরন্ত ইয়র্কারে গুরবাজের পায়ের আঙুল ভেঙে যায়। হেঁটে ড্রেসিংরুমে ফেরার মতো অবস্থায় ছিলেন না গুরবাজ। আম্পায়ারও তাঁর অবস্থা নিয়ে যথেষ্ট চিন্তিত হয়ে পড়েন। ফিজিও এসে মাঠের মধ্যেই শুশ্রুষা শুরু করেন। পরে একজন ক্রিকেটার এসে গুরবাজকে ধরে মাঠের বাইরে নিয়ে যান। পরে জানা যায় গুরবাজকে স্ক্যানের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। আফগানিস্তান ও পাকিস্তানের এই প্রস্তুতি ম্যাচ বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৫৪/৬ রান করেছিল আফগানিস্তান। পাকিস্তান ২.২ ওভারে ১৯ রান তোলার পর বৃষ্টি নামে। খেলা পরিত্যক্ত হয়।
❤ Support Us