- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ১, ২০২৪
জামাইকে অধিনায়ক করা ভুল সিদ্ধান্ত? এ কী বললেন শ্বশুর!
একদিনের বিশ্বকাপে ব্যর্থতার পর তিন ফরম্যাটের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বাবার আজম। তাঁর জায়গায় শান মাসুদের হাতে টেস্ট দলের নেতৃত্ব তুলে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। একদিনের অধিনায়কের নাম এখনও ঘোষণা করা না হলেও টি২০ দলের অধিনায়ক করা হয়েছে শাহিন শাহ আফ্রিদিকে। নিজের জামাইয়ের হাতে নেতৃত্ব তুলে দেওয়াটা পছন্দ হয়নি শ্বশুর শাহিদ আফ্রিদির। তাঁর মতে, শাহিন আফ্রিদিকে অধিনায়ক করার সিদ্ধান্ত ভুল।
এই মুহূর্তে নিজের ফাউন্ডেশনের কাজে অস্ট্রেলিয়ায় রয়েছেন শাহিদ আফ্রিদি। সেখানে রবিবার এক অনুষ্ঠানে আফ্রিদি বলেন, ‘শাহিন আফ্রিদিকে টি২০ ক্রিটেটের অধিনায়ক করাটা পাকিস্তান ক্রিকেট বোর্ডের ভুল সিদ্ধান্ত। ওর জায়গায় মহম্মদ রিজওয়ানকে অধিনায়ক করা উচিত ছিল। রিজওয়ান সবসময় খেলার প্রতি দারুণ মনোযোগী। দুর্দান্ত পরিশ্রম করে। একজন সত্যিকারের যোদ্ধা। দলে কে কী করল না করল, সে ব্যাপারে ওর কোনও আগ্রহ নেই। রিজওয়ানের সবচেয়ে বড় গুণ, শুধু খেলাতেই মনোনিবেশ করে।’ অনুষ্ঠানে শাহিন আফ্রিদি, মহম্মদ রিজওয়ান, বাবর আজম, শান মাসুদসব বেশ কয়েকজন ক্রিকেটার উপস্থিত ছিলেন। প্রত্যেকেই আফ্রিদির কথা শুনে হেসে ফেলেন।
বছর দুয়েক আগে লাহোর কালান্দার্স পাকিস্তান সুপার লিগে শাহিন আফ্রিদির হাতে নেতৃত্ব তুলে দিয়েছে। তখনও লাহোর কালান্দার্সের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন শাহিদ আফ্রিদি। সেই সময় তিনি বলেছিলেন, ‘আরও কয়েক বছর নেতৃত্বের চিন্তা না করে ওর শুধু বোলিংয়ে মনোযোগী হওয়া উচিত। দলকে নেতৃত্ব দেওয়ার মতো দক্ষতা এখনও গড়ে ওঠেনি শাহিনের।’ যদিও শ্বশুরকে ভুল প্রমাণ করে লাহোর কালান্দার্সকে পরপর দু’বার পাকিস্তান সুপার লিগে চ্যাম্পিয়ন করেন শাহিন আফ্রিদি।
চলতি মাসেই অধিনায়ক হিসেবে অভিষেক হবে শাহিন আফ্রিদির। ১২ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টি২০ সিরিজ খেলবে শাহিন আফ্রিদির। নেতা হিসেবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সাফল্য পেলেও জাতীয় দলের হয়ে অগ্নিপরীক্ষা শাহিনের কাছে। এবার দেশকে নেতৃত্ব দিয়ে শ্বশুরকে ভুল প্রমাণ করার পালা শাহিনের সামনে।
❤ Support Us